নিজস্ব সংবাদদাতা : আজ উত্তর প্রদেশ বিধানসভায় মহাকুম্ভ নিয়ে ফের একবার বিরোধীদের নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ''প্রয়াগরাজ মহাকুম্ভের আয়োজন করে আমরা পুরো বিশ্বকে দেখিয়েছি যে, উত্তর প্রদেশ এত বড় একটি মেলার আয়োজন সামলানোর সক্ষমতা রাখে, আমাদের দেশের শক্তি আজ পুরো বিশ্ব দেখেছে।"
/anm-bengali/media/media_files/2025/01/21/MaZXRVt8otJkZr1TLAnP.jpg)
এছাড়াও তিনি বলেন, ''বিরোধীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও জনগণের বিশ্বাস একটুও নষ্ট হয়নি। দেশের জনগণ বিরোধীদের কথা বিশ্বাস করেনি, আর খুব শীঘ্রই জনগণ বিরোধীদের কথা শোনাও বন্ধ করে দেবে।"