নিজস্ব সংবাদদাতা: ভারতের নির্বাচন কমিশন (ECI) আধারের সাথে ভোটার আইডি সংযুক্ত করার বিষয়ে ইতিমধ্যেই নয়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে। এদিন সেই প্রসঙ্গে বিজেডি সাংসদ সস্মিত পাত্র বলেন, “EPIC এবং আধার কার্ডের ক্ষেত্রে, ভারতীয় নির্বাচন কমিশনের একটি স্পষ্ট কাগজপত্র থাকা উচিত যা জনসাধারণকে প্রদান করা উচিত। ভারতীয় গণতন্ত্র কেবল সংসদে রাজনৈতিক দলগুলির মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতীয় গণতন্ত্র এই দেশের প্রতিটি নাগরিকের সীমানা। আর যদি আধারের এই সংযোগ থাকে এবং সুবিধাভোগীদের ট্যাগ এবং ম্যাপ করা হতে পারে এই উদ্বেগ থাকে, তাহলে আমি বিশ্বাস করি ভারতের নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া। ভোটারদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে কিনা সে সম্পর্কে একটি স্পষ্ট কাগজপত্র প্রদান করা অবশ্যই প্রয়োজন। তাই এই সব বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্ট ধারণায় আশা করছি”।
/anm-bengali/media/media_files/2025/03/19/csq86AsZIGWa4slczvhj.png)