গালওয়ানের ক্ষত এখনও টাটকা, চিন সেনার চোখ রাঙানির মাঝেই হয়ে গেল বৈঠক

গালওয়ান সংঘর্ষের (Galwan Clash) ক্ষত এখনও দগদগে রয়েছে সকলের মনে। সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে লাল ফৌজের (PLA) সংঘর্ষে ভারতের ২০ জওয়ান শহিদ হয়েছিলেন।

author-image
SWETA MITRA
New Update
ind chi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে উঠে এল ভারত ও চিনের (India-China) মধ্যে পারস্পরিক বৈঠকের প্রসঙ্গ। জানা গিয়েছে, বিগত ১৩-১৪ আগস্ট চুশুল-মোলদো সীমান্তে ভারত-চিন কর্পস কমান্ডার পর্যায়ের ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পশ্চিম সেক্টরে এলএসি (LAC) বরাবর অবশিষ্ট ইস্যুগুলির সমাধানের বিষয়ে ইতিবাচক, গঠনমূলক এবং গভীর আলোচনা করেছে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক সরকারী বিবৃতি অনুযায়ী, নেতৃত্বের দেওয়া নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে, দু পক্ষই একটি উন্মুক্ত এবং দূরদর্শী পদ্ধতিতে মত বিনিময় করেছে।