তাজ্জব ঘটনা ! মানুষের অণ্ডকোষে মিলল প্রচুর পরিমাণ প্লাস্টিক

আজব ঘটনা ঘটল।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মানুষের অন্ডকোষে এবার মিলল প্রচুর পরিমাণে প্লাস্টিক। ডাক্তারি গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে যে, কুকুর এবং মানুষের অন্ডকোষের টিস্যু পরীক্ষা করছেন মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। 

এবার মানুষের অণ্ডকোষে মিলল প্লাস্টিক, পুরুষের উর্বরতা নিয়ে উদ্বেগ

তাদের গবেষণা অনুযায়ী জানা গিয়েছে যে, মানুষের অন্ডকোষে মাইক্রো প্লাস্টিকের সন্ধান পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন যে পরিবেশে প্লাস্টিক দূষণের পরিমাণ এত বেড়ে গিয়েছে যে প্লাস্টিক এখন মানুষের শরীরেও চলে গিয়েছে। তারা আরও মনে করছেন যে, অন্ডকোষে মিশে থাকা প্লাস্টিকের কারণেই পুরুষের স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে। 

Testicles : মানুষের অণ্ডকোষে মিলল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পদার্থ, মাথায়  হাত বিজ্ঞানীদের - plastics and microplastics found in human testicles sperm  count affected for plastics in ...

বিজ্ঞানীরা আরও আশঙ্কা করছেন যে, অন্ডকোষ থেকে এই প্লাস্টিক মানুষের সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠবে। 

Add 1