লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবার দুর্গাপুজো!

লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায় দুর্গা পুজোর সিদ্ধান্ত ঝাড়গ্রামের মহিলাদের। গ্রামে হত না কোনো পুজো। তাই নিজেরাই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মহিলারা।

author-image
Pallabi Sanyal
New Update
df

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : হেঁসেল সামলে ঘরের লক্ষ্মীরা মাতল দুর্গা পুজোর খুঁটি পুজোয়।  ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের আশা কাঁথি গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে দুর্গাপুজা করতে উদ্যোগী হয়েছেন। আশাকাঁথি গ্রামের স্কুল কলেজের মেয়েরাও টিফিনের টাকা জমিয়ে দান করেন পুজো ফান্ডে। সবমিলিয়ে মহিলাদের সম্মীলিত প্রচেষ্টার ফসল এই পুজো। এ বছরই প্রথম এই পুজো অনুষ্ঠিত হচ্ছে আশা কাঁথি গ্রামে। স্থানীয় মহিলাদের দাবি, পুজো হয় জয়পুরে বা শিলদাতে। বাড়ি থেকে দূরত্ব প্রায় তিন থেকে পাঁচ কিমি। সংসারের হেঁসেল সামলে তা খুব কঠিন। আমরা ঠিক করি নিজেদের গ্রামেই পুজো করবো। পুজো কমিটির সভাপতি শোভা চন্দ্র জানান, প্রায় ১৫০ জন মহিলা নিয়ে পুজো করেছেন তারা। সব মিলিয়ে এবারের পুজোর বাজেট প্রায় ১ লক্ষ টাকা। ১৫০ জন মহিলার লক্ষ্মীর ভান্ডারের থেকে প্রাপ্ত ৭৫ হাজার আর বাকি টাকা পার্শ্ববর্তী গ্রাম থেকে আদায় করা হবে। আশাকাঁথি গ্রামে বিভিন্ন পুজো পার্বণ হলেও হত না দুর্গা পুজা। এবারে দুর্গা পুজো হওয়ায় খুশি ও উৎসাহিত গ্রামের মানুষ।