ব্য়স্ততা ভুলে বাড়ির পুজোয় সামিল মন্ত্রী মানস ভুঁইয়া

সারা বছর ব্যস্ততা থাকে চূড়ান্ত। কিন্তু পুজোর সময় পরিবারের সাথেই সময় কাটান মন্ত্রী মানস ভুঁইয়া।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোোো


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পরিবারের সঙ্গে খোশ মেজাজে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা, আর শোনালেন ৪০০ বছরের পুরানো দুর্গা পুজোর ইতিহাস।
মহা সপ্তমীর রাতে নিজের গ্রামের বাড়িতে খোশ মেজাজে কাটালেন সবং বিধানসভার বিধায়ক ডঃ মানস রঞ্জন ভুঁইয়া।রাজনীতি,মন্ত্রীত্ব,সব ভুলে বাড়ির বড়দের আশীর্বাদ  নিতে সস্ত্রীক হাজির মন্ত্রী। বাড়ির কুলদেবতা এবং দুর্গামাকে প্রণাম সেরে বাড়ির লোকজনদের সঙ্গে জমিয়ে আড্ডা ও খাওয়া দাওয়ায় মাতলেন। তারপর শোনালেন ৪০০ বছরেরও বেশি পুরানো পুজোর ইতিহাস। 

hiring 2.jpeg