গ্রাম বাংলার দুর্গাপুজো ২০২৩ ধ্বংসের পর সৃষ্টি! অভিনব ভাবনা থিম পুজোয় সব কিছু ধ্বংসের পর আবার নতুন করে সৃষ্টি হয়! আর এমনই ভাবনা তুলে ধরলো পুজো উদ্যোক্তারা। Pallabi Sanyal 21 Oct 2023 13:17 IST Follow Us New Update দিগ্বিজয় মাহালী, পূর্ব মেদিনীপুর : ধ্বংস হলেও সৃষ্টি আছে। এক পৃথিবী ধ্বংস হলে আরেক নতুন পৃথিবীর সৃষ্টি হয়। কিছু নষ্ট হলে বা হারিয়ে গেলে নতুন করে আবার সৃষ্টি হয়। তাই মেছেদার শান্তিপুর সৃষ্টি দুর্গোৎসব অ্যান্ড কালচারাল সোসাইটির এবছরের থিম সৃষ্টি। durga puja MECHEDA shantipur theme Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন