নিজস্ব প্রতিনিধি, জাম্বনি : সার্ব্বজনিন দুর্গোৎসব কমিটির পুজো ৩০ তম বর্ষে পদার্পণ করলো।গ্রাম বাংলার সমস্ত সহজ লভ্য উপকরণ যেমন বাঁশ, বাঁশের তৈরি ঝুড়ি, চাঁচ, শাল কাঠ,মাটির তৈরী থালা, পাট কাঠি প্রভৃতি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ যা গ্রামের কুটিরশিল্পের শোকেস হিসেবে থাকছে। এছাড়াও আরো নানা ধরনের কাজ থাকছে।প্যান্ডেলের শীর্ষে যে হাতটা রয়েছে তা যেনো শহরের কল কব্জায় মোড়া যান্ত্রিক সভ্যতার ইঙ্গিত বহন করছে এবং গ্রামের মলিনতা কে গ্রাস করছে! গ্রাম থেকে শহরে যাওয়ার যে যাত্রাপথ তা যেমন কোমল থেকে কঠিনের দিকে অগ্রসর হওয়া।যুগের সাথে তাল মিলিয়ে কোমল থেকে কঠোর হওয়ার যে পরিবর্তন ক্রিয়া তার ইঙ্গিত বহন করছে সম্পূর্ণ পুজো মণ্ডপ। বাইরের বাচ্চা কোলে মাটির মডেল এ মা দুর্গার অন্তরের রূপ ধরা পড়ছে, যা এক সংসার ধর্মে ব্রতী নারীর প্রতিচ্ছবি।আর ভেতরের নাট বোল্ট এর গড়া প্রতিমার বাহ্যিক রূপের কাঠিন্যের সাথে অসুর দমনকারী এক কড়া সংকল্পের অধিকারিণী নারীর রূপ ফুটে উঠছে। গ্রাম থেকে শহরে যাওয়ার যাত্রাপথ রূপে ধরা দিয়েছে এই মণ্ডপ।