তৃণমূলের পতাকা হাতে নিয়ে গর্জে উঠলেন হকাররা- শোরগোল চলল দিনভর

মেদিনীপুরে তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় বসলেন হকাররা।

author-image
Aniket
New Update
d

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর কলেজ মোড়ে হকার সরানো নিয়ে পুরসভার সঙ্গে গন্ডগোল! তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় বসলেন হকাররা, চলল ঘণ্টা দুয়েক অবরোধ! বুধবার দিনভর হকার উচ্ছেদ নিয়ে ঝামেলায় জড়ালো পৌরসভা এবং প্রশাসন। মেদিনীপুর শহরের কলেজ মোড়ে বসে থাকা ইডলি চাউমিন ফাস্টফুডের হকারদের সঙ্গে গন্ডগোল বাঁধে পৌরসভার। যদিও পৌরসভার দাবি হকারদের উচ্ছেদ হচ্ছে না বরং পুনর্বাসন করে এক গলির মধ্যে তাদের দোকান করার ব্যবস্থা করা হচ্ছে।

d

অন্যদিকে হকারদের দাবি এই গলির মধ্যে ঢুকে গেলে তাদের ব্যবসা চলবে না। তাদের না খেতে পেয়ে মরতে হবে। যদিও হকারদের এই অবরোধ শেষ পর্যন্ত মীমাংসা করেন সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। বারবার বোঝানোর পরেও তারা একই দাবিতে অনড় থাকে। অবশেষে মহকুমা শাসক তাদের সাথে কথা বলে, তাদেরকে যথাযথ ব্যবসা করার জায়গা দেওয়ার কথা দিলে বিকেল নাগাদ অবরোধ তুলে নেন হকাররা। তবে পরবর্তীকালে সূরাহ না হলে আবারো আন্দোলনের নামবেন তারা।    

Adddd