নিজস্ব সংবাদদাতা: "কংগ্রেস বলেছে, "এসপি মুখার্জি ১৯৪০-এর দশকে বাংলায় মুসলিম লিগ সরকারের অংশ ছিলেন।"
প্রকৃতপক্ষে, কংগ্রেস ১৯৩৭ সালে ফজলুল হককে মুসলিম লিগের কোলে ঠেলে দেয় এবং বাঙালী হিন্দুদের মৃত্যুঘণ্টা বেজে ওঠে।
১৯৪১ সালে এসপিএম হককে লিগের খপ্পর থেকে বের করে আনে এবং প্রগতিশীল গণতান্ত্রিক জোট নামে একটি অ্যান্টি-লিগ সরকার গঠন করে, ওরফে শ্যামা-হক মন্ত্রণালয়।
নাকি মিথ্যাবাদী জয়রাম রমেশ?"