হাওড়ায় আচমকাই বাসে দাউদাউ করে জ্বলে উঠল আগুন, সামনে এল ভয়াবহ পরিস্থিতির ভিডিও
হারের সম্মুখীন হায়দ্রাবাদ
এনসিপি-এসসিপি বিধায়ক রোহিত পাওয়ার কি বলেছেন?
নিজের রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের উপস্থাপনা পর্যালোচনায় যোগী
বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা কি বললেন?
দাতব্য কর্ম বিভাগের উপস্থাপনা নিয়ে বৈঠক যোগীর
দিলীপ ঘোষের বিয়ে! তবে তরজায় তরুণজ্যোতি কুণাল- কুণালকে কড়া জবাব তরুণজ্যোতি তিওয়ারির
শাসকদলের কাছে মেরুদণ্ড বন্ধক রাখা অপদার্থ কাপুরুষ- পশ্চিমবঙ্গ পুলিশকে এযাবৎ সবচেয়ে বড় নিশানা বঙ্গ নেতার- শুধু পড়ুন একবার
এর মধ্যে রাজনীতি খুঁজবেন না, দিলীপ ঘোষকে নিয়ে বড় ট্যুইট কুণালের- চলছে শোরগোল

হুমকি, বন্ধ আকাশসীমা

'হস্তক্ষেপের হুমকি'র কারণে নাইজারের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
Breaking News

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ নাইজারের সামরিক শাসকরা রবিবার দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণার পর সতর্ক করে দিয়ে বলেছে, নাইজারের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার 'জোরালো ও তাৎক্ষণিক জবাব' দেওয়া হবে।

দেশটির নতুন শাসকরা এক বিবৃতিতে বলেছেন, "হস্তক্ষেপের হুমকির মুখোমুখি হয়ে, যা প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে, নাইজারের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।" 

গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য পশ্চিম আফ্রিকার ব্লক ইকোওয়াসের সময়সীমা শেষ হওয়ার পর এই ঘোষণা এসেছে।

ইকোওয়াস গত রবিবার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ অথবা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের মুখোমুখি হওয়ার আল্টিমেটাম দিয়েছে।