হকারদের রাস্তা থেকে তুলতে গেলে...

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, পুরসভার হাল সম্পর্কে বিরোধীদের কটূক্তির উত্তর দিলেন মেয়র পারিষদ তারক সিং।

author-image
Shroddha Bhattacharyya
New Update
Ryhhtg

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, পুরসভার হাল সম্পর্কে বিরোধীদের কটূক্তির উত্তরে, মেয়র পারিষদ তারক সিং বলেছেন,"ওনারা সব উচ্চশিক্ষিত লোক। কিন্তু ওনাদের বুঝতে হবে, হকারদের সম্পর্কিত দু'টো আইন আছে। চাইলেই তাদের তুলে ফেলা যায় না।

publive-image

হকারদের রাস্তা থেকে তুলতে গেলে এদের পুনর্বাসনের ব্যবস্থাও করে দিতে হবে। হকার ভেন্ডিং কমিটি গঠনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করতে হবে। এই কমিটি গঠন করতেই কয়েক বছর সময় লেগে গেছে। শেষ পর্যন্ত, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাস্তার এক তৃতীয়াংশ জায়গায় হকাররা বসতে পারেন এবং ফুটপাতের দুই তৃতীয়াংশ জায়গা পথচারীদের জন্য ছেড়ে দিতে হবে।

Tarak Singh

সেই অনুযায়ী কলকাতা কর্পোরেশন কাজ করাও শুরু করে দিয়েছে। মুখমন্ত্রীর বিরক্তি প্রকাশ করাটাই স্বাভাবিক। আমাদের যে পরিকাঠামো আছে তাতে এই কাজটি করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে।"

 

Adddd