নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলা, অবশেষে হাইকোর্টে হাজির হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হন রাজ্য নির্বাচন কমিশনার।
এর আগে ১৩ অক্টোবর তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। আর রুল জারি করা মানে সেই ব্যক্তিকে আদালত কক্ষে স্বশরীরে হাজির হতে হয়। সেই নির্দেশ অনুযায়ীই, আজ আদালতে পা রাখেন তিনি। যা জানা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে রাজীব সিনহাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালত যদি মনে করে তাহলে ফের তলব করা হতে পারে রাজীব সিনহাকে এদিন এমনটাও জানানো হয় আদালতের পক্ষ থেকে। ৮ জানুয়ারি রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।