নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, এনডিএ জোটের সঙ্গে নরেন্দ্র মোদীর সরকার গঠন প্রসঙ্গে, বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "কুছ তো লোগ কেহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহেনা। ভারতবর্ষের সকল দুর্নীতিপরায়ণ মানুষরা একত্রিত হয়ে একটি মহা ঘোট তৈরি করেছিল এবং তারা পরাজিত, এটাও প্রমাণিত। শুধুমাত্র বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ২৪০। ইন্ডি জোটের প্রাপ্ত সকল শরিকের আসন সংখ্যার থেকেও ১০টা বেশি।
এই ফল বিরোধীদের গালে থাপ্পড় মেরে বিরোধীদের ঘরের কোণে বসিয়ে দিয়েছে। তারাও জানে যে এনডিএ জোট এবার সরকার গড়তে চলেছে। কথায় আছে খালি মস্তিষ্ক শয়তানের বাসা। আর নেই কাজ তো খই ভাজ। বিরোধীরা এখন সেই খই ভাজার কাজটাই করছে। এই পাঁচ বছর ধরে করে খেতে হবে তো।"
তিনি আরও বলেছেন, "বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তখনও আমরা জোট ধর্মের পালন করেছি। বিজেপি তার শরিক দলগুলিকে যথাযোগ্য সম্মান দিয়ে, মন্ত্রীত্ব বন্টন করেছে। তাই সরকার এনডিএ ছিল, আছে আর থাকবে। বাকি জনতা জনার্দন। তারা ঠিক যেমনটা চেয়েছে বিজেপি সেরকম ভাবেই কাজ করতে সক্ষম।''