নিজস্ব সংবাদদাতাঃ সূত্রে খবর, জেরুজালেমে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ প্রধান ডোরন তুর্গেম্যান বৃহস্পতিবার বলেন, "সন্ত্রাসীরা পূর্ব জেরুজালেম থেকে এসেছে। তাদের হাতে একটি পিস্তল ও এম-১৬ রাইফেল ছিল। তারা একটি গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীর হাতে দুই সৈন্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে ম্যাগেন ডেভিড অ্যাডোম উদ্ধারকারী সংস্থা এবং অন্য দুজনকে শারে জেডেক হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।"
ইসরায়েল পুলিশের মুখপাত্রের ইউনিট জানিয়েছে, হামলাকারীরা সকাল ৭টা ৪০ মিনিটে বাস স্টপে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে এবং অতিরিক্ত সন্দেহভাজনদের খুঁজে বের করতে অতিরিক্ত তল্লাশি চালানো হচ্ছে।