এনসিপি-এসসিপি বিধায়ক রোহিত পাওয়ার কি বলেছেন?
নিজের রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের উপস্থাপনা পর্যালোচনায় যোগী
বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা কি বললেন?
দাতব্য কর্ম বিভাগের উপস্থাপনা নিয়ে বৈঠক যোগীর
দিলীপ ঘোষের বিয়ে! তবে তরজায় তরুণজ্যোতি কুণাল- কুণালকে কড়া জবাব তরুণজ্যোতি তিওয়ারির
শাসকদলের কাছে মেরুদণ্ড বন্ধক রাখা অপদার্থ কাপুরুষ- পশ্চিমবঙ্গ পুলিশকে এযাবৎ সবচেয়ে বড় নিশানা বঙ্গ নেতার- শুধু পড়ুন একবার
এর মধ্যে রাজনীতি খুঁজবেন না, দিলীপ ঘোষকে নিয়ে বড় ট্যুইট কুণালের- চলছে শোরগোল
হিংসা মামলার শুনানিতে রাজ্যের চাপ বাড়ছে ৪টি বিষয়ের ওপর, বলছেন আইনজীবী
ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও কি বলেছেন?

পোস্টাল ব্যালটে চমক ফল, তৃণমূলকে নিয়ে আসছে এই মুহুর্তের বড় খবর

শেষ হল পোস্টল ব্যালটের গণনা। আর তাতেই অবাক ফল দেখা গেল ধূপগুড়িতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (19) (2).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ধূপগুড়িতে পোস্টল ব্যালটের গণনা শেষ হতেই চমক গণনায়। এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে বিজেপি, সিপিআইএম প্রার্থী।

এদিন সকাল ৮টা নাগাদ গণনা শুরু হয়। ঘন্টাখানেকের মাথায় শেষ হয় পোস্টল ব্যালটের গণনা। আর তাতেই অবাক ফল দেখা গেল। গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায় এবং সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।

এখানেই সবচেয়ে বড় তাৎপর্য হল – পোস্টল ব্যালটে ভোট দেন সরকারী কর্মীরা, কিংবা ভোট কর্মীরা। সেই পোস্টল ব্যালটেরই ফলাফল বলছে তৃণমূল এগিয়ে রয়েছে। অর্থাৎ সরকারী কর্মীরা ভোট দিয়েছেন তৃণমূলকে। আর এখানেই জোর চর্চা শুরু হচ্ছে রাজনৈতিক মহলে।