নিজস্ব সংবাদদাতাঃ সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর বেলেডওয়েনে একটি নিরাপত্তা চৌকিতে শনিবার বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। হিরশাবেলের মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দিফাতাহ মোহাম্মদ ইউসুফ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দিফাতাহ মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, আহতদের মধ্যে ২০ জনকে বেলেডওয়েইন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ২০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের হেলিকপ্টারে করে মোগাদিশুতে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
হিরশাবেল এমন একটি রাষ্ট্র যার মধ্যে রয়েছে বেলেডওয়েইন, যা হিরান অঞ্চলের রাজধানী এবং পূর্ব আফ্রিকার আল-কায়েদার সহযোগী আল-শাবাবের চরমপন্থীদের বিরুদ্ধে সোমালি সরকারের সর্বশেষ সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু।