'সাংসদ' রচনা ব্যানার্জির দিদি নাম্বার ১, বিরাট স্টেপ নিল জি বাংলা! কীসের চাপ?

মানুষের প্রশ্ন ট্রোল হওয়ার পরেই কি এই সিদ্ধান্ত?

author-image
Anusmita Bhattacharya
New Update
rachanadidi

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল তখন সকলের প্রশ্ন ছিল যে রাজ্যে এই ঘটনা ঘটেছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেত্রী এবং এতজন মহিলা সাংসদরা চুপ কেন? 

mamatafasi

অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিবাদ সমাবেশ করেন যেখানে তাতে যোগ দিতে দেখা গেল হুগলির সাংসদ রচনা ব্যানার্জিকে। তবে তার আগেই চরম ট্রোলড হয়েছেন তিনি নিজের এক প্রতিবাদী ভিডিওকে ঘিরে। সেখানে রীতিমতো কেঁদে তিনি আর জি করে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ জানান। 

WhatsApp Image 2024-08-18 at 1.52.02 PM

তবে মানুষ সেই থেকেই দাবি করে আসছে যে এবার দিদি নাম্বার ওয়ানে তাকে সঞ্চালিকা রাখলে বয়কট করা হবে শো। এর মধ্যেই জি বাংলার একটি পোস্ট এবং সিদ্ধান্ত নিয়ে তোলপাড়। রায়গঞ্জের অডিশন বন্ধ রাখতে বাধ্য হল জি বাংলা। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি যে প্রতিবাদী  মেয়েদের  চাপে জি বাংলা কর্তৃপক্ষ অডিশন বন্ধ রাখতে বাধ্য হল।

WhatsApp Image 2024-08-18 at 1.50.34 PM