নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানকে আরো এক জবাব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত 'আবির গুলাল' সিনেমাটি ভারতে মুক্তি পাবে না। পহেলগাঁও ন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, ছবিটির মুক্তি নিষিদ্ধ করা হয়েছে।
I&B Ministry sources say the movie 'Abir Gulaal', starring Pakistani actor Fawad Khan, will not be allowed to be released in India.