Arijit singh: পাগড়ি বেঁধে কেন মঞ্চে ওঠেন অরিজিৎ?

লাইভ পারফরম্যান্সে বেশিরভাগ সময়ই মাথায় পাগড়ি বেঁধে মঞ্চ কাঁপান অরিজিৎ সিং । এটা কী শুধুই স্টাইল নাকি পাগড়ির পিছনে রয়েছে কোনও বিশেষ কাহানি?  জানা যায়,  ২০২১-এর ৬ জুন প্রথমবার অনলাইন কনসার্টে পাগরি বেঁধে দেখা যায় অরিজিৎকে।

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
Arijit singh

 

 নিজস্ব সংবাদদাতাঃ লাইভ পারফরম্যান্সে বেশিরভাগ সময়ই মাথায় পাগড়ি বেঁধে মঞ্চ কাঁপান অরিজিৎ সিং । এটা কী শুধুই স্টাইল নাকি পাগড়ির পিছনে রয়েছে কোনও বিশেষ কাহানি?  জানা যায়,  ২০২১-এর ৬ জুন প্রথমবার অনলাইন কনসার্টে পাগরি বেঁধে দেখা যায় অরিজিৎকে। তাঁর কিছুদিন আগে ১৯ মে মাকে হারিয়েছেন তিনি। কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু, সেরিব্রাল স্ট্রোক প্রাণ কেড়ে নিয়েছিল অরিজিৎ-এর মায়ের। নিজের শহর জিয়াগঞ্জ থেকে সেই সময় অনলাইনে কনসার্ট করেছিলেন অরিজিৎ। তখনই তাঁর মাথার ওই পাগড়ি সকলের নজর কেড়েছিল। তাঁর মা একজন বাঙালি হলেও বাবা কক্কর সিং শিখ সম্প্রদায়ের। সেই সময় থেকে বেশিরভাগ সময়ই মাথায় পাগড়ি বেঁধে গান গাইতে দেখা যায় অরিজিৎকে।