BREAKING: পাকিস্তানকে সমর্থনের জের ! এবার তুরস্কের সাথে চুক্তি স্থগিত করলো মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি
BREAKING: সফল হয়েছে অপারেশন সিঁদুর ! দিকে দিকে 'তেরঙ্গা যাত্রা' বিজেপির
রবিবার সারাদিনই বন্ধ মেট্রো!
এরদোগান এবং জেলেনস্কির আলোচনা শেষ! জেলেনস্কির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নেই কোনো বার্তা
BREAKING: অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করে ভারতের পাশে থাকার বার্তা দিল ইসরায়েল !
পুতিন শান্তি আলোচনা এড়িয়ে গেলেন! রাশিয়ান দলকে "প্রতারণামূলক" বললেন জেলেনস্কি
BREAKING: ভারতকে জবাব দেওয়ার ক্ষমতা নেই পাকিস্তানের ! ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বড় মন্তব্য করলেন টম কুপার
BREAKING: কর্মের ভিত্তিতে পরিচিত হন, জাতির ভিত্তিতে নয় ! এবার গর্জে উঠলেন ব্রজেশ পাঠক
BREAKING: বাতিল করা হল সুরক্ষা অনুমোদন ! ভারতের বিমানবন্দরের দায়িত্বে আর থাকবে না তুরস্কের সংস্থা

'কোন নেশা করে ভাই?' নিজেই নিজের পতনের ছক কষছেন! করণের কফির আড্ডায় ওরি

ওরহান আওয়াত্রামানি বা যাঁকে সবাই ওরি বলেই চেনেন সেই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেনসেশন।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি করণের কফির আড্ডায় এসেছিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি। সেখানে তার বলা কিছু কথার ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। ওরহান আওয়াত্রামানিকে সবাই ওরি বলেই চেনেন।

এদিন করণের কফির আড্ডায় ওরি এসে একাধিক বিষয়ে কথা বলেন। আর তার মধ্যে কিছু কথা একদিকে যেমন করণকে হাসিয়েছে তেমনই তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছে। এই ২৪ বছর বয়সী সোশ্যাল মিডিয়া সেনসেশন, যাঁকে হামেশাই কোনও না কোনও তারকার গা জড়িয়ে ছবি তুলতে, পার্টিতে দেখা যায় তিনি এদিন যা যা বলেছেন তাতে কেবল করণ নন, স্তম্ভিত হয়ে গিয়েছেন নেটিজেনরাও।

ওরি সাফ সাফ ভাষায় জানান উত্থান থাকলে পতন হবেই। তাঁর উত্থান যেমন দ্রুত গতিতে হয়েছে, তেমনই তাঁর পতনও আবশ্যক হবে। কিন্তু টুইস্ট হল ওরি নিজেই নিজের পতনের, থুড়ি ডিজিটাল মৃত্যুর ব্যবস্থা করছেন। এটা শুনে হতচকিত হয়ে যান করণ। একই সঙ্গে তিনি এদিন লোকজন যে তাঁকে ১৫ মিনিটের খ্যাতি বলে ডাকে সেটা বিষয়েও কথা বলেন। এবং জানিয়ে দেন, অন্য কারও বদলে নিজেই নিজের পতনের পরিকল্পনা করছেন। কেবল সঠিক আইডিয়ার অপেক্ষা করছেন বলেও তিনি এদিন জানান। একই সঙ্গে ওরি জানান তাঁর অফিসে তাঁর মতো একাধিক মিনিয়ন আছে যাঁরা তাঁর মতো পোশাক পরে, ভাবে, কাজ করে। তাঁরাই তাঁর হয়ে পরিকল্পনা করেন। কী করে তিনি খবরের শিরোনামে থাকবেন, কী করে তাঁর পতন হবে তাঁরা সকলে মিলে ঠিক করেন।

ওরির এই কথা শুনে হতবাক হয়ে গিয়েছে নেটপাড়া। তাঁকে প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কোন নেশা করেন ভাই?' আরেকজন লেখেন, 'এটা কী বলে দিল? ওর তো বলিউডে থাকা উচিত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আমি বিশ্বাস করতে পারছি না আমি এই ৭ মিনিট ২১ সেকেন্ডের ভিডিয়ো দেখেও আফসোস করছি না। কী দারুণ বলল।'