প্রতিটি পণ্যের মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে, পাকিস্তানেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২৫- ভারত নয় বলা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তর থেকেই- কি বলা হচ্ছে জানুন
BREAKING: ড্রোন আতঙ্কে বন্ধ ২৪ বিমানবন্দর! যাত্রীদের জন্য জারি সতর্কবার্তা
BREAKING: ভারতের ভয়ে থরহরি কম্প! ব্ল্যাক আউটের অন্ধকারে লুকিয়ে কে পাকিস্তান থেকে পালাতে চাইছে?
ফের পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছক কষছে! আবার সম্পূর্ণ জম্মু জুড়ে ব্ল্যাকআউটের ঘোষণা
নিরাপত্তাকে গুরুত্ব, আগামী তিন দিন এই রাজ্যে বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ
আকাশে অন্ধ পাকিস্তান! ভারতের হামলায় ধ্বংস ফ্লাইং রাডার
BREAKING: রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনার প্রধান কার্যালয় গুড়িয়ে দিল ভারত
বিগ ব্রেকিং: ভারতের ভয়ে পাক প্রধানমন্ত্রী কোথায় গিয়ে লোকালেন জানেন? বড়সড় গর্জনের পর ইঁদুরের মত কর্মকাণ্ড শেহবাজের
নিয়ন্ত্রণ রেখা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে এই দুই সেক্টরে পরিস্থিতি খারাপ

কার কাছে ক্ষমা চাইলেন লাকি আলি?

সম্প্রতি তিনি একটি পোস্টে লেখেন যে ‘ব্রাহ্মণ’ নামটি এসেছে ‘আব্রাম’ থেকে। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘণ্টায় পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে তাতে কাজ হল না। বিতর্ক থামাতে শেষমেশ ক্ষমা চাইতে হল তাঁকে।

author-image
আপডেট করা হয়েছে
New Update
Lucky aLi

 

নিজস্ব সংবাদদাতা: 

সম্প্রতি লাকি আলি একটি পোস্টে লেখেন যে ‘ব্রাহ্মণ’ নামটি এসেছে ‘আব্রাম’ থেকে। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘণ্টায় পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে তাতে কাজ হল না। বিতর্ক থামাতে শেষমেশ ক্ষমা চাইতে হল তাঁকে। লাকি লিখেন, ‘প্রিয় সবাই, আমার আগের পোস্টে বিতর্ক সৃষ্টি হয়েছে বুঝতে পারছি। আমার উদ্দেশ্য কারো মধ্যে কষ্ট বা রাগ সৃষ্টি করা ছিল না এবং আমি গভীরভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য ছিল সকলকে কাছাকাছি নিয়ে আসা। বুঝতে পারছি যা আমি বলতে চেয়েছিলাম, তা বোঝাতে পারিনি। এরপর থেকে আমি যা পোস্ট করব, তার বাক্যাংশ সম্পর্কে আরও সচেতন হব। কারণ আমি বুঝেছি আমার বক্তব্য অনেক হিন্দু ভাই-বোনকে বিরক্ত করেছে। সে জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি তোমাদের সবাইকে ভালবাসি।’

Post