নিজস্ব সংবাদদাতা: ধর্ষণকাণ্ডে জড়িয়ে গেল কপিল শর্মার শো। হিন্দি রিয়েলিটি শো 'দ্য কপিল শর্মা শো'তে কাজ পাইয়ে দেওয়ার নামে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ২৬ বছর বয়সী তরুণী অভিযোগ দায়ের করেছেন পুলিশে। তারপরেই অভিযুক্ত আনন্দ সিংকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
/anm-bengali/media/post_attachments/2c1c847db9932503495dc060311e53172816c6e57d70ad93752d5637e028b09a.jpg?impolicy=website&width=640&height=480)
কিছুদিন আগেই অনলাইনে আনন্দ সিংয়ের সঙ্গে আলাপ হতেই তরুণীকে সে জানায় টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকা এবং ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আছে তার। তরুণীকে 'দ্য কপিল শর্মা শো'তে সুযোগ করে দিতে পারে। কথার জালে ফেঁসে যায় তরুণী। পালঘরের নালাসোপারা এলাকায় একটি ঠিকানায় সে যেতেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
/anm-bengali/media/post_attachments/ee65945352a701bfe929679e952cb1314b77aca5d32ed90f8f5a20802cdcf69e.webp)