নিজস্ব সংবাদদাতা: আর জি করের প্রতিবাদে সশরীরে হাজির হয়ে মিছিলের অগ্রভাগে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। হঠাৎ করে নিজের ছবি টেক্কার প্রচার শুরু করলেন। ফলে অনেকের বিরাগভাজন হয়েছেন তিনি। এই নিয়ে এবার সোজাসুজি লিখলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
স্বস্তিকা লেখেন, রেপ কালচার, থ্রেট কালচার এগুলোর সাথে আমরা অবগত! ব্যান কালচারের সাথেও… এখন এই দুঃসময়ে এটা আবার ট্রেন্ডও করছে।
আমি পেশায় অভিনেতা। সংসারও চলে অভিনয় করেই। আর শুধু আমারই নয় আরও দশটা মানুষের সংসারও চলে ।তারা আমার ওপরেও নির্ভরশীল!
আমার কাজ ভালোবেসে করি, ওটাই আমার প্যাশন! ওটাই আমার ভাত কাপড় জোটায়। বাকি সক্কলে যেমন কাজ সামলে এই আন্দোলনে সারা দিচ্ছেন, আমিও তার চেয়ে আলাদা নই। আমরা যারা তিলোত্তমা তাদের নিজের তাগিদেও এ লড়াইয়ে সামিল হওয়া।
লড়াই কিন্তু কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্যেও, তাই না? তাহলে যারা প্রতিবাদের পাশাপাশি নিজের ব্যবসার তাগিদে বা কাজের তাগিদে পোস্ট করছেন, তাদের ছোট করা মানে কিন্তু তাদের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বা নৈতিকভাবে অসুরক্ষিত করে দেওয়া নয় কি?
খালি পেটে বিপ্লব হয় না, সাথী! ভাতের জন্যেও লড়তে গেলে ভাতের স্বাদ জানতে হয়। তাই যদি বেঁচে থাকার পন্থাকে আপনাপা নিম্দে করতে শুরু করেন, তাহলে খুনের জন্য বিচার চাওয়াটা হিপোক্রেসি নয় কি?
এ মেসেজ সব্বার জন্যে, যারা ছোটো করছেন বাকিদের যাঁরা আন্দোলনের পাশাপাশি ভাতের লড়াইটাও করছেন!
পুজো না হয় একা করলেন, উৎসব সবাই মিলে করতে হয়। আমি পুজোয় আছি, উৎসবে নেই। আমি নেই, এ আমার একান্ত ব্যক্তিগত স্টান্স! আপনাদের তো বলিনি যে থাকবেন কী থাকবেন না। আপনাদের ইচ্ছে হলে থাকবেন না হলে থাকবেন না। এই মত কারুর ওপর চাপিয়ে দেওয়া যায়না।
ইচ্ছে হলে আমার সিনেমা দেখবেন না হলে দেখবেন না।
আমার কাজের প্রতি আমার দায় আছে, দায়িত্ব আছে। আমি প্রচার করার জন্য চুক্তিবদ্ধ। আমি কাজের প্রতি ভালোবাসার জায়গা থেকে প্রচারও করব নতুন ছবির, আবার আন্দোলনেও থাকবো।
দু’টোই করবো । এবং বেশ করবো।
প্রতিবাদ করছি বলে কিছু মানুষ দেখলাম তার প্রতিবাদ করছেন। অদ্ভুত, এ প্রথম দেখলাম এমন। অসুবিধা নেই। আর কোন কৈফিয়তও আমি দেবো না। আন্দোলন দীর্ঘজীবি হউক।
My film TEKKA starring Dev and Rukmini Maitra directed by none other than Srijit Mukherji IS RELEASING THIS PUJO ON 8th OCTOBER.
Watch the film if you want to, don’t watch it if you don’t want to.