নিজস্ব সংবাদদাতা: কাঞ্চন-বিতর্কের জেরে নাটকের শো বাতিল করতে হল পরিচালক সুজন নীল মুখার্জিকে। আগামী বছর জানুয়ারি মাসে শিলিগুড়িতে ‘চেতনা’ নাট্যদলের সঙ্গে তাঁর ‘মাগনরাজার পালা’য় অভিনয় করার কথা ছিল যা সোমবার বাতিল হওয়ার ঘোষণা করা হল।
/anm-bengali/media/post_attachments/a4a879c6eb6862ccaa5151f9160f1d66a3bbeff5c53a45483dc5cf6ad1d7ed0b.jpg)
কোন্নগরের মহিলা তৃণমূলের ধর্নামঞ্চে বিধায়ক কাঞ্চন বলেছিলেন, ‘"যাঁরা কর্মবিরতি করছেন বা শাসকদলের বিরুদ্ধে (কথা) বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো? না কি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমার প্রশ্ন এগুলো"।
/anm-bengali/media/post_attachments/2e7ac235f1fb7e3a8cdf224da45cb9f59936aaac602b3f34947b73a23d419a8c.webp)
সুজন লেখেন, 'মাগন আর রাজা আর জুটি বেঁধে মঞ্চে নামবে না...বেশ কষ্ট হচ্ছে....', বাকিটা পড়ুন নিচে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2021/03/Kanchan-Mullick.jpg)
'যাঁরা কর্মবিরতি করছেন পুজোর বোনাসটা নেবেন তো?' কাঞ্চন মল্লিকের বয়ানে চাপে এই পরিচালক! নিলেন বড় সিদ্ধান্ত
কাঞ্চন মল্লিকের বিতর্কিত বয়ানে ক্ষতির মুখে পড়লেন এই পরিচালক।
নিজস্ব সংবাদদাতা: কাঞ্চন-বিতর্কের জেরে নাটকের শো বাতিল করতে হল পরিচালক সুজন নীল মুখার্জিকে। আগামী বছর জানুয়ারি মাসে শিলিগুড়িতে ‘চেতনা’ নাট্যদলের সঙ্গে তাঁর ‘মাগনরাজার পালা’য় অভিনয় করার কথা ছিল যা সোমবার বাতিল হওয়ার ঘোষণা করা হল।
কোন্নগরের মহিলা তৃণমূলের ধর্নামঞ্চে বিধায়ক কাঞ্চন বলেছিলেন, ‘"যাঁরা কর্মবিরতি করছেন বা শাসকদলের বিরুদ্ধে (কথা) বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো? না কি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমার প্রশ্ন এগুলো"।
সুজন লেখেন, 'মাগন আর রাজা আর জুটি বেঁধে মঞ্চে নামবে না...বেশ কষ্ট হচ্ছে....', বাকিটা পড়ুন নিচে।