সাইরেন বাজছে— চন্ডীগড়ে হামলার আশঙ্কা, মোহালির সীমান্ত এলাকায় সতর্কতা জারি
ভারতীয় সেনার গুলিতে ৭ জইশ-ই-মোহাম্মদ জঙ্গি নিহত, জম্বুতে বড় সাফল্য
চন্দ্রভাগা নদীর চারটি লক গেট খুলল ভারত, পাকিস্তানের শিয়ালকটের জলস্তর বৃদ্ধি
ভারতের ত্রিশক্তি আক্রমণে পাকিস্তান বিপর্যস্ত! তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরী বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী
পিওকে-তে একের পর এক বাঙ্কার গুঁড়িয়ে দিল ভারত, উত্তেজনা তুঙ্গে
করাচি থেকে পুঞ্চ—দু’মুখে পাকিস্তানকে জবাব দিল ভারতীয় সেনা
জম্বুতে ফের বিস্ফোরণ— ভোর হতেই কেঁপে উঠল গোটা শহর
দোকান ভাঙল, গাড়ি জ্বলল—জম্মু সীমান্তে পাকিস্তানের উসকানিমূলক শেলিং
জয়সলমেরে পাকিস্তানি ড্রোন ধ্বংস, বললেন স্থানীয়রা—"ভয় নেই, সেনার উপর ভরসা আছে"

স্বামী অগ্নিদেবকে খোলা চিঠি সুদীপার

স্বামী অগ্নিদেবের জন্মদিন উপলক্ষে নিজের মন উজাড় করে একটি খোলা চিঠি লিখেছেন জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা। অগ্নিদেবকে পারফেকশনিস্ট বর আখ্যা দিয়ে সুদীপা তাকে জানান জন্মদিনের শুভেচ্ছা। প্ৰিয় বন্ধুর জন্মদিনে উজাড় করে দিয়েছেন ভালোবাসা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
sudipa.jpg

নিজস্ব সংবাদদাতা: জি বাংলার রান্নাঘরের জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী সবসময়েই আলোচনা সমালোচনার শীর্ষে থাকেন। কাঁটা চামচে পান্তাভাত হোক বা দামী শাড়ি, কিছু না কিছু নিয়ে সমালোচিত হতে থাকছেন তিনি। সম্প্রতি শ্রাদ্ধের রিল বানিয়ে পোস্ট করাই তাকে কটাক্ষের শিকার হতে হয়।
অগ্নিদেব চট্টোপাধ্যায়কে বিয়ে করা নিয়েও  সুদীপাকে শুনতে হয়েছিল হাজারও কটু কথা। এবার স্বামীর জন্মদিন উপলক্ষে খোলা চিঠি সুদীপারর।
সুদীপা এবং অগ্নিদেব কাছাকাছি এসেছিলেন "কোন সে আলোর স্বপ্ন" নামে এক ধারাবাহিকে কাজ করার সময়। অগ্নিদেব বিবাহিত থাকা সত্ত্বেও প্রেমের সম্পর্ক পর্যন্ত জল গড়িয়েছিল বলে অভিযোগ নেটিজেনদের। তাদের বক্তব্য সুদীপাই অগ্নিদেবের প্রথম বিয়ে ভেঙেছে।
অগ্নিদেবের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সুদীপা লেখেন, " অগ্নিদেবই শিখিয়েছে আমার কেমন হওয়া উচিত। ওই আমায় শিখিয়েছে আমার কী ধরনের পোশাক পরা উচিত। ওই আমায় শিখিয়েছে আমার ব্যবহার কেমন হওয়া উচিত। শিখিয়েছে কীভাবে শোবো, খাবো, প্রার্থনা করব। এক কথায় ও হলো পারফেকশনিস্ট।"
তিনি আরও লেখেন, "আমার ভীষণ গুণী বরকে জন্মদিনের একরাশ শুভেচ্ছা। আমি ভীষণ সৌভাগ্যবতী যে একজনের মধ্যে স্বামী এবং প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছি আমি। আমার সঙ্গে এভাবে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমায় ভীষণ ভালোবাসি।"

 

flamefood1

 

cityaddnew

 

flavourfood