সত্যজিৎ-মৃণাল মুখোমুখি!

বাঙালীর হৃদয়ে অনেকটা জায়গা জুড়ে আছেন সত্যজিৎ রায় ও মৃণাল সেন। এবং সেই মৃণাল সেনকে নিয়ে বায়োপিক তৈরী করছেন পরিচালক সৃজিত মুখার্জী। বহু অপেক্ষার পর এই সিনেমায় থাকছে আরও বড় চমক। সত্যজিৎ রায়ের কণ্ঠ মৃণাল সেনের বায়োপিকে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
srijit.webp

নিজস্ব সংবাদদাতা : বাংলা সিনেমা প্রেমীদের জন্য সুখবর। সৃজিত মুখার্জী পরিচালিত 'পদাতিক' সিনেমায় শোনা যাবে সত্যজিৎ রায়ের কণ্ঠস্বর। ডাবিং না করে এআই টুল ব্যবহার করে এই কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। এই ছবিতে জিতু কমল থাকছেন সত্যজিতের চরিত্রে। এবং এই চরিত্রেই বিশেষ চমক সৃজিতের। কালজয়ী পরিচালক মৃনাল সেনের জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে 'পদাতিক'। মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর কাজ হচ্ছে বিনোদন জগতে। নানান মানুষ নানান ভাবে ব্যবহার করে এআইএর। তবে সৃজিত মুখার্জীর এই সাহসী পদক্ষেপ কতটা সাড়া জাগাবে বাংলা বিনোদন জগতে সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে।

 

flavourfood

 

cityaddnew

 

flamefood1