নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানায় জুবিলি হিলসে অভিনেতা আল্লু অর্জুনের বাসভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গত ২২ ডিসেম্বরের ঘটনার পর থেকে সেখানে নিরাপত্তা সক্রিয় করা হয়েছে।
ডিসিপি ওয়েস্ট জোন, হায়দ্রাবাদের মতে, গত ২২ ডিসেম্বর, কিছু লোক তাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে হঠাৎ অভিনেতা আল্লু অর্জুনের বাসভবনে ছুটে আসে এবং স্লোগান দিতে শুরু করে। তাদের মধ্যে একজন কম্পাউন্ডে উঠে টমেটো ছুঁড়তে শুরু করে। তারা প্রাচীর বেয়ে নেমে, নিরাপত্তা কর্মীদের মারধর করে এবং র্যাম্প বরাবর রাখা কিছু ফুলের বাকেটও নষ্ট করে। পরবর্তীতে পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় ওই ৬ অভিযুক্ত নিজেদেরকে ওসমানিয়া ইউনিভার্সিটি জয়েন্ট অ্যাকশন কমিটির (ওউ-জেএসি) অংশ বলে দাবি করে। ওই ৬ অভিযুক্তকে গতকালই জামিন দেয় আদালত। আর আজ জেল থেকে ছাড়া পায় ঐ ৬ জন। তাই যাতে কোনও রকম কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্যে অভিনেতার বাড়িতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, আল্লু অর্জুনের ছবির মধ্যরাতের প্রিমিয়ারের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আল্লু অর্জুনকে এক ঝলক কাছ থেকে দেখার জন্যে ভিড় জমান বহু মানুষ। আর তাতেই পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান এবং পরবর্তীতে সেই মহিলার ৯ বছরের ছেলের ব্রেন ডেডও ঘোষণা করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই একদিন গোটা রাত জেলে কাটিয়েছেন আল্লু অর্জুন। তারপরও নিশানায় রয়েই গেছেন অভিনেতা।