নিজস্ব সংবাদদাতাঃ ফের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। সূত্র মারফত জানা গিয়েছে যে, মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে সলমন খানের নাম করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জানা গিয়েছে এর পিছনে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। মুম্বাই পুলিশ এর তদন্ত করছে।
/anm-bengali/media/post_attachments/thumb/msid-98753044,width-1200,height-900,resizemode-4,imgsize-44340/lawrence-bishnoi-find-out-everything-about-the-gangster-who-threatened-salman-khan-and-allegedly-killed-sidhu-moose-wala.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বিগত কয়েক বছর ধরেই জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এর কাছে থেকে ক্রমাগত হুমকি পাচ্ছেন অভিনেতা সলমন খান। উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানে সিনেমার শুটিং চলাকালীন চিঙ্কারা ও কৃষ্ণসার হরিণ শিকার করেই বিতর্কে জড়িয়েছিলেন সলমন খান। বিরল এই হরিণ শিকার করার অপরাধে জেলেও যেতে হয়েছিল তাকে। আসলে লরেন্স বিষ্ণোই সম্প্রদায়ের পূজিত এই হরিণ। সেই কারণেই অনুমান যে সলমন খানকে নিশানা বানিয়েছে লরেন্স বিষ্ণোই।
/anm-bengali/media/post_attachments/static-mcnews/2024/10/20241017085015_FotoJet-2024-10-17T142004.683.jpg?impolicy=website&width=770&height=431)
সম্প্রতি সলমান খানকে একটি গানকে কেন্দ্র করে হুমকি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সলমন খান ও লরেন্স বিষ্ণোইকে নিয়ে গান তৈরি করেছেন এক গায়ক। হুমকিতে বলা হয়েছে, '' এক মাসের মধ্যে ওই গীতিকারের চরম পরিণতি হবে। এমন অবস্থা করা হবে যে আর গান লেখার ক্ষমতা থাকবে না। যদি সলমন খানের সাহস থাকে, তবে এই গীতিকারকে বাঁচিয়ে দেখাক। '' এই নিয়ে ফের একবার আতঙ্ক তৈরি হয়েছে বলি পাড়ায়।