নিজস্ব সংবাদদাতা: পাক্কা ৬ দিন পর আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন অভিনেতা সইফ আলি খান। আপাতত, তিনি অনেকটাই সুস্থ। স্বাভাবিক আছে শরীরের যাবতীয় প্যারামিটার। তাঁর শরীরের ক্ষত স্থানও অনেকটাই মিলিয়ে গিয়েছে। এবার যেটুকু তিনি সুস্থ হতে বাকি, তা বাড়ির থেকেই সম্ভব। তাই আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন অভিনেতা।
উল্লেখ্য, অভিনেতা সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতি হামলা চলে ১৫ জানুয়ারি মধ্যরাতে। সেই হামলাতেই দুষ্কৃতির ছুরির আঘাতে আক্রান্ত হন সইফ। রক্তাক্ত সইফকে ঐ মধ্যরাতেই ভর্তি করানো হয় লীলাবতী হাসপাতালে। গত ৬ দিন সেখানেই চিকিৎসা চলছিল তাঁর।
/anm-bengali/media/media_files/2025/01/16/8RFrCVcxwwDkCE4sqgws.jpg)
তাঁর পিঠে এবং কাঁধে গভীর ক্ষত ছিল। এছাড়াও শরীরের আরও চার জায়গায় অর্থাৎ মোট ৬ জায়গায় আঘাত পেয়েছিলেন সইফ। তাঁর অস্ত্রপচারও হয়। অবশেষে সব বাধা কাটিয়ে বাড়ি ফিরছেন নবাব।
/anm-bengali/media/media_files/EJD5KpVmAJcTw1jt0Rxm.jpg)