"পিসি, চটি চাটা, ফেকুজি, গদি মিডিয়া, পাপ্পু, ভাইপো"! রোজকার ভাষায় একটু সংযত হতে অনুরোধ প্রাক্তন BJP নেত্রীর

তিনি আবার এক অভিনেত্রীও।

author-image
Anusmita Bhattacharya
New Update
rupanjana

নিজস্ব সংবাদদাতা: এবার মানুষকে তার প্রতিদিনের ব্যবহার করা শব্দ চয়নের প্রতি যত্নশীল হতে বললেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এবং বাংলা সিরিয়াল দুই জগতেই বেশ পরিচিত মুখ। ১৮ জুলাই ২০১৯- এ নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান দিলীপ ঘোষ মুকুল রায় এবং মুখপাত্র সম্বিত পাত্রের উপস্থিতিতে তিনি ভারতীয় জনতা পার্টিতেও নাম লিখিয়েছিলেন। তবে এই মুহূর্তে তিনি সক্রিয়ভাবে শুধু অভিনয়টাই করছেন। 

Rupanjana Mitra | Rupanjana Mitra Wedding look revealed dgtl - Anandabazar

এই অভিনেত্রী এবার জনসাধারণের উদ্দেশ্যে ফেসবুকে করলেন এক বিশেষ পোস্ট। শব্দ ব্যবহারের মাধ্যমে কাউকে নিগ্রহ করা থেকে বিরত থাকতে মাথা ঠান্ডা রাখার নিদান দিয়েছেন রূপাঞ্জনা।

Who is Rezaul Haque Rupanjana Mitra first husband unknown story about Ratul  Rupanjana Wedding | Rupanjana Mitra Wedding: বাড়ির অমতে বিয়ে, ১০ বছরের  দাম্পত্যের বিচ্ছেদ.. কে ছিলেন রূপাঞ্জনার ...

এই অভিনেত্রী ফেসবুকে লেখেন, আমরা কি আমাদের রোজকার ভাষায় একটু সংযত হতে পারি? যেমন পিসি, চটি চাটা, ফেকুজি, গদি মিডিয়া, পাপ্পু, ভাইপো ইত্যাদি তে?????

এই নাম গুলো কারা বলা শুরু করেছেন সেই সূত্র গুলো মাথায় রেখেই কথা বলতে বাধ্য হলাম |
নিজেদের ভাষাকে আমরা যদি আগে না শুধরোই  তাহলে অন্য কাউকে শুধরোতে পারার শুরু থেকেই দূরে থাকবো|  

এই ভার্বল abuse গুলো থেকে নিজেদের কে দূরে রাখুন আর সিস্টেম পরিষ্কার করতে মাথা ঠান্ডা রাখুন| 
দুর্বৃত্তদের ঠেকাতে নিজেদের কেও শোধরানো দরকার বলে মনে করি বিশেষ করে রোজকার ভাষার প্রয়োগে | 
রূপাঞ্জনা