নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সম্প্রতি ৪ ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত ছবি পুস্পা ২ মুক্তি পেয়েছে। মুক্তি পেতেই এটি ব্লকব্লাস্টার প্রমাণিত হয়েছে। তবে এই ছবি মুক্তির পরেই সিনেমা হলে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন ৩৫ বছরের এক মহিলা। এই ঘটনায় আহত হয়েছে তার নাবালক ছেলে। বর্তমানে সে বিগত ১৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতারও করা হয়েছিল তাকে। তবে অন্তর্বর্তী জামিন দেয় তেলঙ্গানা হাইকোর্ট।
/anm-bengali/media/post_attachments/content/dam/week/week/review/movies/images/2024/12/5/Pushpa-2.jpg)
তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, ছবি মুক্তির পর থেকে এখনও পর্যন্ত ২০০০ কোটি টাকা আয় করেছে। এই আবহে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে আল্লু অর্জুনের কাছে। এই দাবি করেছেন তেলঙ্গানার সড়ক ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি। তার দাবী মৃতের পরিবারকে ২০ কোটি টাকা দেওয়া উচিত।
/anm-bengali/media/post_attachments/discovery-catalog/events/et00356724-ujqatbrfgx-landscape.jpg)