নিজস্ব সংবাদদাতা: পুষ্পা ২: দ্য রুল শাসন জারি রেখেছে এখনও। আল্লু অর্জুনের পুষ্পা ২ চলচ্চিত্রটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও ধীরগতির কোন লক্ষণ এখনও দেখা যায়নি। গণ অ্যাকশন এন্টারটেইনার বিশ্বব্যাপী বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। নির্মাতাদের সর্বশেষ আপডেট অনুসারে, দ্বিতীয় মঙ্গলবার পর্যন্ত বক্স অফিসে পুষ্পা ২-এর আয় ১৪০০ কোটিরও বেশি।
ফিল্মটির প্রযোজকদের সর্বশেষ আপডেট অনুসারে, Mythri Movie Makers, পুষ্পা ২ এখন বক্স অফিসে ১৪০৯ কোটি টাকা সংগ্রহ করেছে। নির্মাতারা সেখানে লিখেছেন, “The BIGGEST Indian FILM is a rampage on the box Office”. পুষ্পা ২: দ্য রুল ১১ দিনে বিশ্বব্যাপী ১৪০৯ কোটি টাকা আয় করেছে”।
দ্বিতীয় সপ্তাহেও পুষ্পা ২ এর জার্নি বুঝিয়ে দিচ্ছে যে এসএস রাজামৌলির RRR-এর আজীবন সংগ্রহ অতিক্রম করেছে সে ইতিমধ্যেই। রাম চরণ এবং NTR জুনিয়র প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন ‘RRR’ ছবিতে। এর আজীবন সংগ্রহ ছিল ১৩০৯ কোটি টাকা। এখন এটাই দেখার যে পুষ্পা ২ রাজামৌলির অন্যান্য ব্লকবাস্টার – ‘বাহুবলী ২’-এর আজীবনের সংগ্রহ ১৭৯০ কোটি টাকা অতিক্রম করতে পারে কিনা। আর যদি তাও অতিক্রম করে যায় তাহলে তার কাছে পরবর্তী লক্ষ্য হবে আমির খান-অভিনীত ‘দঙ্গল’, যার আজীবন সংগ্রহ প্রায় ২০০০ কোটি টাকা।
পুষ্পা ২ গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি এর আগে শাহরুখ খানের ‘জওয়ান’-এর রেকর্ড ব্রেক করেছে। এরপর একে একে একাধিক ব্লকবাস্টার মুভির রেকর্ড ভেঙেছে সে।
প্রসঙ্গত, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর মধ্যরাতে পুষ্পা ২-এর প্রিমিয়ারে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে পা রাখতেই উন্মুক্ত জনতা তাঁকে দেখার জন্যে হুড়োহুড়ি ফেলে দেয়।
এরপর কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সময়ই ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হন রেবতী নামের এক মহিলা। ওই মহিলা পদপিষ্ট হয়েই প্রাণ হারান। এবং কয়েকজন আহত হন। ঘটনার দুই দিন পর, আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। তার শোক প্রকাশ করেন সেখানে এবং শোকসন্তপ্ত পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান হিসেবে দেন। এমনকি এই ঘটনার জন্যে তাঁকে এক রাত জেলেও কাটাতে হয়। তবে এই সব ঘটনা পুষ্পার সাফল্যে এতোটুকুও ব্যাঘাত তৈরি করছে না।