সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে লাভ জিহাদ! ট্রলের পাল্টা উত্তর মুকেশ খান্নার

মুকেশ খান্না বলেন, মুকেশ বলেন, "সোনাক্ষী ও জহিরের বিয়েকে হিন্দু-মুসলিম লেন্স দিয়ে দেখবেন না। সোনাক্ষী যা করেছেন তা হঠাৎ সিদ্ধান্ত নয়।"

author-image
Tamalika Chakraborty
New Update
sonakhi marraiage.JPG

নিজস্ব সংবাদদাতা: সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল, 23 জুন মুম্বাইতে একটি নাগরিক অনুষ্ঠানে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে তাঁরা তাঁদের আন্তঃধর্মীয় বিবাহের জন্য সমালোচনার সম্মুখীন হচ্ছেন। কেউ কেউ এটিকে লাভ জিহাদও বলেছে। এক সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেন, মুকেশ বলেন, "সোনাক্ষী ও জহিরের বিয়েকে হিন্দু-মুসলিম লেন্স দিয়ে দেখবেন না। সোনাক্ষী যা করেছেন তা হঠাৎ সিদ্ধান্ত নয়। বিয়ের আগে তারা৬-৭ বছর একসাথে ছিল।"

Sonakshi-Sinha-Zaheer-Iqbal.jpg

 tamacha4.jpeg