নিজস্ব সংবাদদাতা: সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল, 23 জুন মুম্বাইতে একটি নাগরিক অনুষ্ঠানে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে তাঁরা তাঁদের আন্তঃধর্মীয় বিবাহের জন্য সমালোচনার সম্মুখীন হচ্ছেন। কেউ কেউ এটিকে লাভ জিহাদও বলেছে। এক সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেন, মুকেশ বলেন, "সোনাক্ষী ও জহিরের বিয়েকে হিন্দু-মুসলিম লেন্স দিয়ে দেখবেন না। সোনাক্ষী যা করেছেন তা হঠাৎ সিদ্ধান্ত নয়। বিয়ের আগে তারা৬-৭ বছর একসাথে ছিল।"