নিজস্ব সংবাদদাতা: ৯০-এর দশকে প্রথম সারির নায়িকাদের মধ্যে যাঁর নাম ছিল সবার উপরে তিনি মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। 'দিল', ‘বেটা’, ‘হাম আপকে হ্যায় কৌন’, 'খলনায়ক', ‘দিল তো পাগল হ্যায়’ সহ একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। ১৯৯৩-এ মুক্তি পাওয়া খলনায়ক (Khalnayak) ছবিটিতে অভিনয় করার সময় নির্মাতারা জানিয়ে দেন যে কোনওভাবেই অন্তঃসত্ত্বা (Pregnant) হতে পারবেন না নায়িকা। আসলে ছবির নায়ক সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সঙ্গে চলছিল মাধুরীর সম্পর্কের গুঞ্জন। ছবির শ্যুটিং চলাকালীন বিয়ে করা যাবে না, অন্তঃসত্ত্বা হওয়াও যাবে না এমন শর্ত দেওয়া হয়।