কাশ্মীর সমস্যার সমাধান হবে ট্রাম্পের হাত ধরে? প্রেসিডেন্ট নিজেই দিলেন আভাস
BREAKING : ১৯৭১-এ আমেরিকার হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী ! বড় মন্তব্য করলেন সচিন পাইলট
BREAKING : পাকিস্তানের মানুষকে জিজ্ঞেস করুন ব্রহ্মসের ক্ষমতা ! ব্রহ্মস মিসাইল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ
BREAKING : এখনও চলছে অপারেশন সিঁদুর ! যুদ্ধবিরতির মাঝেই বড় টুইট করলো ভারতীয় বায়ু সেনা
BREAKING : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সীমান্ত এলাকা ! স্বাভাবিক জীবনে ফিরছেন সাধারণ মানুষ
BREAKING : মোদির নেতৃত্বে ভারত এখন বিশ্বশক্তি ! মোদির ভূয়সী প্রশংসা করলেন দিয়া কুমারী
BREAKING : ভারত-পাকিস্তান সমস্যায় বারবার বাইরের হস্তক্ষেপ ! হতাশ কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি
BREAKING : ট্রাম্পের হস্তক্ষেপ মূল্যহীন ! এবার কাশ্মীর প্রসঙ্গে গর্জে উঠলেন প্রাক্তন ব্রিগেডিয়ার হেমন্ত মহাজন
BREAKING : যুদ্ধবিরতির মাঝেই বড় পদক্ষেপ ভারতের ! উত্তর প্রদেশে স্থাপিত হবে নতুন ব্রহ্মস ইউনিট

ফিরছে কৃষ, শুরু হচ্ছে শুটিং

হৃতিক প্রায়শই তার বাবা রাকেশ রোশনের সঙ্গে কাজ করে থাকেন। ১৯৮০-এর দশকে বেশ কয়েকটি ছবিতে হৃতিক শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। পরে রাকেশ রোশন পরিচালিত চারটি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।

author-image
Adrita
New Update
b

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বাবার স্ক্রিপ্টে সিলমোহর হৃতিকের। ফের কৃষ ৪ নিয়ে আসছেন হৃতিক রোশন। আগামী বছর থেকেই শুরু হতে পারে শুটিং। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগের ছবির স্ক্রিপ্টে হ্যাঁ বললেন অভিনেতা। এই সুপারহিরোর ছবির স্ক্রিপ্ট লিখেছেন অভিনেতার বাবা তথা চিত্রপরিচালক রাকেশ রোশন। যদিও বাবার লেখা স্ক্রিপ্টে বেশ কিছু বদল এনেছেন অভিনেতা। হৃতিক নিজের মতো একাধিক ইনপুট দিয়েছেন এই ছবিতে।

hiring.jpg

অভিনেতার ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছে আগামী বছর থেকে শুরু হবে কৃষ ৪ -এর শুটিং। তাঁর কথায়, 'বহু বছর পর যেহেতু এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি নিয়ে আসছেন তাঁরা সেহেতু হৃতিক ছবির স্ক্রিপ্ট এবং গল্প নিয়ে ভীষণ শিওর হতে চেয়েছিলেন। কোনও রকম ভুল ভ্রান্তি করতে চাননি তিনি। স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর হৃতিক আগাগোড়া সেটা পড়েছেন, কিছু বদল এনেছেন তাতে। সবটা হওয়ার পর এখন এই ছবির জন্য স্ক্রিপ্ট পুরো রেডি। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হবে শুটিং।

তবে তার আগে হৃতিককে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ছবিতে দেখা যাবে। আপাতত তিনি সেই ছবির শুটিং প্রায় শেষ করে এনেছেন। সেই ছবিটি খুব সম্ভবত আগামী বছরের জানুয়ারি মাস মুক্তি পাবে। দীপিকা পাড়ুকোন থাকবেন তাঁর বিপরীতে। ফাইটার মুক্তির পাওয়ার পরই কৃষ ৪ ছবিতে হৃতিক হাত দেবেন বলে মনে করা হচ্ছে। আপাতত তিনি ফিটনেস এবং চরিত্রের পর্যজনে শারীরিক বদলের দিকে মন দেবেন। তৈরি হবেন সুপারহিরো হিসেবে। সূত্রের তরফে জানানো হয়েছে সিঙ্গাপুরে কিছুটা অংশের শুটিং কর হবে এই ছবির। বাকিটা অন্য জায়গায় হবে, মূলত অ্যাকশন দৃশ্যগুলি।

২০০৩ সালে কই মিল গয়া ছবি দিয়ে কৃষ ফ্র্যাঞ্চাইজির পথচলা শুরু হয়। সেখানে হরতিকে বিপরীতে ছিলেন প্রীতি জিন্টা। এরপর কৃষ আসে, সেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল অভিনেতার সঙ্গে। ২০০৩ সালে বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর কোই... মিল গয়া চলচ্চিত্রে অভিনয় করে হৃতিক দু’টি ফিল্মফেয়ার পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেতা ও সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ অভিনেতা) পান। এই ছবিটি তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবিটির দু’টি অনুবর্তী পর্ব নির্মিত হয়: কৃষ (২০০৬) ও কৃষ ৩। এই দু’টি ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করেন হৃতিক এবং ছবি দু’টিও প্রভূত সাফল্য অর্জন করেছিল। 

hiring 2.jpeg