পথচলা থেমে গেলো কেনেথ মিচেলের!

প্রয়াত হলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কেনেথ মিচেল। মার্ভেল সিরিজে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন তিনি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
zxcvbnmlkjhgfdsaqwertyuiop

নিজস্ব সংবাদদাতা: পথচলা থেমে গেলো কেনেথ মিচেলের। সূত্রের খবর অনুযায়ী, অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (ALS) নামে ভয়াবহ স্নায়ুর রোগে আক্রান্ত ছিলেন অভিনেতা। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী এই রোগ ধীরে ধীরে দেহে অক্ষমতার সৃষ্টি করে। এই বিরল রোগই কেড়ে নিলো তার জীবন। রবিবার তার পরিবারের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে এই কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের একটি স্পোর্টস ঘরানার ছবি ‘মির‍্যাক্‌ল’-এ একজন অলিম্পিক প্রত্যাশীর চরিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন মিচেল। ৫০টির বেশি সিনেমা ও টেলিভিশন সিরিজে কাজ করেছেন তিনি।

add 4.jpeg



cityaddnew

স

স