BREAKING: নিয়োগ দুর্নীতিতে প্রচুর টাকা তোলার অভিযোগ! প্রয়াত সেই তৃণমূল বিধায়ক
ধুলোর চাদরে ঢাকা উত্তর ভারত, বর্ষার আগে বিপজ্জনক লক্ষণ, সতর্কতা জারি!
জামিয়া মিলিয়া ক্যাম্পাসে ‘তিরঙ্গা মিছিল’, ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে উদযাপন
গোয়ালডাঙা স্কুলে শিক্ষার নতুন দিগন্ত, উদ্বোধন করলেন জুন মালিয়া
আয়করে বড় ছাড়, মধ্যবিত্তের জন্য সুখবর জুলাই ২০২৫ থেকে
টানা পাঁচ দিনের অরেঞ্জ অ্যালার্ট, শিলা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, বিস্তারিত জানুন
দিল্লিতে হন্ডুরাসের দূতাবাস, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড়
Breaking : সকাল সকাল বেরিয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়— কেনো?
ভারতের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ! সিন্ধু জল চুক্তি নিয়ে মুখ খুলল পাকিস্তান

'জওয়ান' এখন অতীত, বক্স অফিস মাতাচ্ছে 'ফুকরে ৩'

ভারতীয় বক্স অফিসে টুকটুক করে অনেকটাই কমে গিয়েছে জওয়ানের আয়। তবুও গ্লোবাল বক্স অফিসে কিন্তু আবারও নজির গড়ল শাহরুখ খানের ছবি। টপকে গেল ১১০০ কোটি।

author-image
Adrita
New Update
a

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শাহরুখ খানের ছবি 'জওয়ান' ৬০০ কোটির ঘর পেরিয়েছে। তবে বক্স অফিস জার্নি এবার থামতে চলেছে জওয়ান-এর। অন্তত শাহরুখের সিনেমার পড়তি আয় সেই দিকেই নির্দেশ করছে। রিপোর্ট অনুসারে, জওয়ান পঞ্চম শুক্রবার অর্থাৎ ৩০ নম্বর দিনে এসে আয় করল মাত্র ১.৩০ কোটি। সেখানে ফুকরে ৩-এর আয় ৯ নম্বর দিন অর্থাৎ দ্বিতীয় শুক্রবারে ২.২০ কোটি। 

বিশ্বব্যপী হিসেব ধরলে শাহরুখ খানের সিনেমার আয় বর্তমানে ১১০০ কোটির বেশি। আর সেই হিসেবে বিশ্বব্যপী বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা এটি। প্রথম নম্বরে রয়েছে আমির খানের দঙ্গল। যে ছবি ২২০০ কোটির কাছাকাছি আয় করেছিল, যার বড় একটা অংশ এসেছিল চিন থেকেই। ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল আর তেলুগু-তে মুক্তি পেয়েছিল জওয়ান। আর ৭৫ কোটি দিয়ে খাতা খোলা এই সিনেমার প্রথম সপ্তাহের আয়ই ছিল ৩৮৯.৮৮ কোটি। দ্বিতীয় সপ্তাহে এসে জওয়ান আয়ের খাতায় আরও যোগ করে ১৩৬.১ কোটি। এরপর তৃতীয় সপ্তাহে ৫৫.৯২ কোটি। চতুর্থ সপ্তাহে ৩৫.৬৩ কোটি। হিন্দি বলয়ে এই ছবি ৫৭০.০৩ কোটি টাকা আয় করেছে বলেই জানানো হয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে। ভারতীয় বক্স অফিসে আয় কমলেও এখনও ভালোই ব্যবসা করছে এই ছবি, এমনটাই মত জওয়ান নির্মাতাদের।

hiring.jpg

আর ২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ফুকরে ৩। বরুণ শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, রিচা চড্ডার এই ছবি খাতা খোলে ৮.৮২ কোটি দিয়ে। আর প্রথম সপ্তাহের শেষে আয় গিয়ে দাঁড়ায় ৬৬.০২ কোটিতে। আর শুক্রবার তাতে আরও ২ কোটি যোগ করে ফুকরে ৩-এর কালেকশন এই মুহূর্তে রয়েছে ৬৮ কোটি। বক্স অফিসে, এই সিনেমা ১৫০ কোটির ঘরে পা রাখতে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। ফুকরে-এর আগের দুটি পার্টও সাফল্য পেয়েছিল। 

তবে জওয়ান ছেড়ে শাহরুখ ভক্তরা কিন্তু এখন মজে আছেন ডাঙ্কি-তে। যা চলতি বছরে শাহরুখ খানের তৃতীয় সিনেমা হতে চলেছে। ডাঙ্কি-র পরিচালনা করেছেন থ্রি ইডিয়টস, মুন্নাভাই এমবিবিএস-খ্যাত পরিচালক রাজকুমার হিরানি। শাহরুখ আর রাজু হিরানির প্রথম কাজ এটাই। সঙ্গে প্রথমবার সিলভার স্ক্রিনে জুটি বাঁধছেন কিং খান তাপসী পান্নুর সঙ্গে। 

hiring 2.jpeg

উদ্বাস্তু সমস্যা ছবিতে দেখানো হলেও ফোকাস থাকবে একটি মানুষের উন্নত জীবনের লক্ষে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ের দিকে। তবে মুখ খোলেননি নির্মাতারা। ডাঙ্কি-র ব্যাপারে জানতেই তাই টিজার বা ট্রেলার মুক্তি অবধি অপেক্ষা করতেই হবে। ছবিতে আরও রয়েছেন ভিকি কৌশল আর ধর্মেন্দ্র।