BREAKING : এই যুদ্ধ সন্ত্রাসবাদকে শেষ করার যুদ্ধ ! এবার অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ভ্রাতৃত্ববোধ-এর নামে পাকিস্তান সফর! তুলোধোনা করলেন ভারতের এই নেত্রী
BREAKING : দেশের বিষয়ে আমরা সবাই এক ! এবার মোদির পাশে থাকার বার্তা দিলেন এই হেভিওয়েট নেতা
BREAKING : জন্ম থেকেই মিথ্যা বলে পাকিস্তান ! ফের পাকিস্তানকে আক্রমণ করলেন ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী
পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম শেষ, জানিয়ে দিলেন খোদ কর্নেল কুরেশি
BREAKING: "ভারতের দেওয়া প্রমান ব্যবহার করে পাকিস্তান"! হল ঘোষণা
BREAKING : গোটা দেশ মোদির সাথে আছে ! এবার মোদির প্রশংসা করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা
সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানি আক্রমণের প্রমাণ দিয়ে দিলেন কর্নেল সোফিয়া কুরেশি
BREAKING : পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট !

কেমন আছেন সুস্মিতা সেন?

 'আরিয়া ৩'-এর শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী সুস্মিতা সেন।   'আরিয়া ৩'-এর এক সহ-অভিনেতা জানিয়েছিলেন যে জয়পুরে  পৌঁছে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই শহরে ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন তিনি।

author-image
New Update
Susmita sen

 

 নিজস্ব সংবাদদাতাঃ  'আরিয়া ৩'-এর শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী সুস্মিতা সেন।   'আরিয়া ৩'-এর এক সহ-অভিনেতা জানিয়েছিলেন যে জয়পুরে  পৌঁছে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই শহরে ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন তিনি।   হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী । অ্যাঞ্জিওপ্লাস্টির কথাও জানান তিনি। লাইভে অভিনেত্রী বলেন, 'গেস করুন আমি কোথায় পৌঁছেছি? ফিরে আসতে পেরে দুর্দান্ত লাগছে। আরিয়া সারিন ফিরে এসেছে। আরিয়া ৩ আপনাদের সকলের সামনে নিয়ে আসার তর সইছে না, যত তাড়াতাড়ি হয় ততই ভাল।' জয়পুরে ল্যান্ড করেই লাইভ করেন তিনি হোটেলে যাওয়ার পথে। তিনি এও বলেন, জয়পুর তাঁর কাছে বাড়ির মতো, এবং ফিরে এসে খুব আনন্দিত তিনি। অনুরাগীদের সঙ্গে মন খুলে আড্ডা দেন তিনি। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'শুভ নববর্ষ। অন্তহীন সম্ভাবনার সঙ্গে নতুন শুরুর উদ্দেশ্যে।'