নিজস্ব সংবাদদাতাঃ সকলের প্রিয় বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমায় হিরো হিসেবে তিনি যতটা জনপ্রিয় ঠিক ততটাই জনপ্রিয় তিনি তার সন্তানদের কাছেও। সন্তানদের কাছে তিনি রিয়াল সুপারহিরো। তিন সন্তানের বাবা শাহরুখ খান। আরিয়ান সুহানা এবং আব্রাম সকলেই তার চোখের মণি।সন্তানদের তিনি লাইমলাইট থেকে বরাবরই দূরে রেখে এসেছেন। যদিও সম্প্রতি সুহানা খান সিনেমার জগতে প্রবেশ করেছেন।
/anm-bengali/media/post_attachments/ec10cc7ee58655dda33692319be134374cf93c5773311e5d13b480ec0de640f8.jpg)
আজকের কথা আরিয়ান খান এবং শাহরুখ খানকে নিয়ে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শাহরুখ খানের ফ্যান পেজে বহু পুরনো একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ছোট্ট আরিয়ান খানকে জিমের ভেতরে বাবা শাহরুখ খানের সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে। শাহরুখ খান ছেলেকে শেখাচ্ছেন যে কিভাবে অ্যাটাক করতে হয়। কিভাবে টেকনিক ব্যবহার করে শত্রুকে প্যাঁচে ফেলতে হয়। তবে আরিয়ান বেশ বুদ্ধিমান ছাত্র। কেননা বাবার শেখানো প্যাঁচে সে বাবাকেই সমস্যায় ফেলে দিয়েছে। যদিও তাতে মোটেই রাগ করেননি বাবা শাহরুখ খান। নেট মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই ফান্দের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)