নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে আছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। কেননা তাদের পরিবারের আসতে চলেছে নতুন সদস্য।
/anm-bengali/media/post_attachments/95f02afbfb1b119c2538bbcc66448d3379c6346a164c761a925eb351304649f4.jpg?w=400&h=300&c=crop)
চর্চায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, ' ব্যাগে তিনি সবসময় একটি খাতা আর একটি পেন্সিল রাখতে পছন্দ করেন। মোবাইলে সবকিছু টাইপ করে রাখার থেকে তিনি খাতায় লিখে রাখতে বেশি পছন্দ করেন। তবে প্রেনের বদলে তিনি পেন্সিল রাখেন। কারণ, দরকার মতো ভুল হলে তা মুছে ফেলা যাবে। '
/anm-bengali/media/post_attachments/fea801fc407e5dc3445d87a21940650480d0de6b4de22b4b696266ee69523a06.jpg)
এক্ষেত্রে প্রসঙ্গত যে, বলিউড তারকাদের বিভিন্ন অদ্ভুত সব শখ থাকে। ব্যতিক্রম হননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)