নিজস্ব সংবাদদাতাঃ আম্বানিদের ইতালিয় ক্রুজ পার্টিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে সেখানে গিয়ে চরম কটাক্ষের শিকার হয়েছেন তিনি। পার্টিতে 'জনি ডেপ' এর ন্যায় সেজে গিয়েছিলেন তিনি।
/anm-bengali/media/post_attachments/ab3d7a6dec34390e9e934dabec3d667c66cdbfe7b80f16d58ae66115a95d6f1a.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, লম্বা আলু থালু চুল, চোখে চশমা। স্যুটের সাথে গলার স্কার্ফ। এই লুকেই তাকে দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। তবে তার এই লুক দেখে তাকে অসুস্থ বলে মনে করেছেন অধিকাংশ নেট ব্যবহারকারীরা। কেউ কেউ তাকে ' স্বস্তার জনি ডেপ ' বলে কটাক্ষ করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2014/05/srk_3_0_0_0.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)