নিজস্ব সংবাদদাতা:পশ্চিম মেদিনীপুরের বেলদায় নেতাজির জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে হেনস্থার শিকার হলেন অভিনেতা বিশ্বনাথ বসু। জুতো পরে নেতাজির মূর্তিতে মাল্যদান করায় আপত্তি ক্লাব সদস্যদের। ক্ষমা চেয়ে ফের মাল্যদান। অভিনেতার গাড়ি ধাওয়া করে ভাঙচুরের অভিযোগ উঠল। পশ্চিম মেদিনীপুরের নেতাজি তরুণ সংঘ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন অভিনেতা। অভিযোগ অস্বীকার ক্লাবের সদস্যদের।