নিজস্ব সংবাদদাতাঃ বাংলা সিনেমাতে নাকি এখন খালি দেবের রমরমা চলছে। অন্তত টলিউডে কান পাতলে তো তাই শোনা যাচ্ছে। তবে তা সে যাই হোক, আজ ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব অভিনীত বাংলা ছবি 'প্রধান'। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। এই সিনেমার পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, মমতা শঙ্কর এবং সোহম চক্রবর্তী।
দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের দমদার রসায়ন শেষ দেখা গিয়েছিল 'টনিক' ছবিতে। এই সিনেমাটিও দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। টনিক হল একটি বাংলা পারিবারিক ড্রামা ফিল্ম যা অভিজিৎ সেন পরিচালনা করেছেন এবং অতনু রায়চৌধুরী প্রযোজনা করেছেন।
এই সিনেমা নিয়ে বেশ চাপেই রয়েছেন অভিনেতা দেব। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে, '' আমরা প্রেক্ষাগৃহের জন্য ছবি বানাই না, দর্শকদের জন্য বানাই। দর্শক যে ছবি দেখতে চাইবে, হলমালিকদের সেটাই লাগাতে হবে। এখানে আমাদের কারও কিছু করার নেই। তবে আমরা আশাবাদী 'প্রধান' যে বিষয়টাকে তুলে ধরবে, সেটা দর্শকদের মনে দাগ কাটবে। ব্যক্তিগত জীবনে আমি শাহরুখের ভীষণ অনুরাগী। তবে একজন অভিনেতা হিসেবে, একই দিনে যখন ছবি রিলিজ করছি, তিনি আমার প্রতিন্ধন্দ্বী। আমায় তো সেখানে বাংলার সম্মানটা নিয়ে লড়াই করতে হবে। আমরা, যারা প্রথম শ্রেণীর অভিনেতা, প্রযোজক, পরিচালক... তারাই যদি ভয় পেয়ে পালিয়ে যাই তাহলে বাংলা ছবি কোনোদিনও মাথা উঁচু করে বাঁচতে পারবে না। দাঁড়াতেই পারবে না। আমরা হয়তো লড়াই করে হল পেয়েও যাব। কিন্তু যাঁদের এই লড়াইয়ের ক্ষমতা নেই, কিন্তু গল্প বলার ক্ষমতা আছে.. তাঁরা তো সুযোগই পাবেন না নিজেদের গল্পটা বলার। যে যে বিনোদন দুনিয়া রয়েছে, তার মধ্যে অন্যতম বাংলা। আমি চাই উৎসবের মরসুমে বাংলা থেকেও ভাল ছবি আসুক। ''
দেব আরও বলেন যে, '' এই লড়াইটা হাতে পায়ে নয়। ভাল বিষয়বস্তু নিয়ে তৈরি ছবি নিয়ে লড়াই। যদি নিজের কাজের ওপর ভরসা থাকে, সততা থাকে, আমার মনে হয় না সামনে কে আসছে তাতে খুব একটা কিছু যায় আসবে। অন্যের পাতে কি আছে সেটা ভেবে লাভ নেই। আমি কিভাবে দর্শকদের থালা সাজিয়ে দিচ্ছি সেদিকেই মন দিই। ''