নিজস্ব সংবাদদাতা: এক রাত জেলেই কাটাতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে। হাইকোর্টের জামিনের অর্ডার হাতে না আসায় পুলিশ তাঁকে রিলিজ দিতে পারেনি। এরপর সকালে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিনের পেপার হাতে পেলে চঞ্চলগুদা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান অভিনেতা। অভিনেতাকে স্বাগত জানাতে তখন ভিড় উপচে পড়েছে রাস্তায়। এমনকি অভিনেতা আল্লু অর্জুন হায়দ্রাবাদের জুবিলি হিলস-এ তাঁর বাসভবনে পৌঁছেও দেখেন অনুরাগীরা ভিড় করে রয়েছে।
এরপর নিজের স্বভাবগত ভঙ্গিমাতেই ধরা দেন অভিনেতা। শান্ত স্বভাব, মুখে হাসি নিয়ে অনুগামীদের দিকে হাত নাড়েন। বলেন, “আমাকে ভালবাসার জন্য এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার সমস্ত ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। চিন্তার কিছু নেই। আমি ভালো আছি। আমি একজন আইন মান্যকারী নাগরিক এবং সহযোগিতা করব। আমি আবারও পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত”।
একই সাথে অভিনেতা বলেন, “আমি কথা দিচ্ছি আমার তরফ থেকে যা যা সাহায্য করার, আমি তা করব। যে ভাবে নিহত মহিলার পরিবারের পাশে থাকা যায়, আমি ঠিক সেই ভাবেই তাঁদের পাশে থাকব”।
#WATCH | Hyderabad, Telangana: Actor Allu Arjun says, "I thank everyone for the love and support. I want to thank all my fans. There is nothing to worry about. I am fine. I am a law-abiding citizen and will cooperate. I would like to once again express my condolences to the… https://t.co/wQaQsdicpu pic.twitter.com/nNE1xQTyo5
— ANI (@ANI) December 14, 2024
উল্লেখ্য, গতকাল প্রথমে নমপল্লী আদালত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ছিল আল্লু অর্জুনকে। সেই সময় চরম ভাবে চাপের মুখে পড়েছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এই মাসের শুরুতে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারের দিন সিনেমা মুক্তিকে ঘিরে এবং অভিনেতাকে এক ঝলক দেখার জন্যে যে হুড়োহুড়ি পড়েছিল প্রেক্ষাগৃহে, তাতে পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিনেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
নিম্ন আদালত তাঁকে মুক্তি না দিলেও তেলেঙ্গানা হাইকোর্ট স্বস্তির খবর শোনায় বিকেলেই। অভিনেতার জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। সেক্ষেত্রে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, “তাঁর জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে। তাঁকে তাঁর মৌলিক অধিকার থেকে কোনও ভাবেই বঞ্চিত করা যায়না। ওই মহিলার মৃত্যু অবশ্যই বেদনাদায়ক। কিন্তু তাঁর জন্যে যে কাউকে দোষারোপ করা যায় না’। আর সেই প্রেক্ষিতেই জামিন পান অভিনেতা।
#WATCH | Telangana: Actor Allu Arjun arrives at his residence at Jubilee Hills in Hyderabad
— ANI (@ANI) December 14, 2024
He was released from Chanchalguda Central Jail today after Telangana High Court granted him interim bail yesterday on a personal bond of Rs 50,000 in connection with the death of a… pic.twitter.com/fxECvWdq1Q