কাশ্মীরের পর্যটন শিল্পের ওপর পড়ল প্রভাব, বন্ধ হয়ে গেল ৪৮টি পর্যটন স্থল
তীব্র গরমে মানুষ ঘামছে, শীঘ্রই কি এর থেকে মুক্তি? বড় আপডেট এসেছে
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ধর্ষণ ও হত্যার মামলায় এবার অভয়ার বাবা দিলেন বড় বার্তা
উদ্বোধন করলেন রাহুল গান্ধী
কৃষকদের অমরাবতীর নির্মাণ কাজ পুনরায় শুরু করার জন্য আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
মোদীকে এক হয়ে যাওয়ার অনুরোধ রাহুলের- খাড়গের পর এবার দ্বন্দ্ব ভুলে মোদীকে বিশেষ অনুরোধ রাহুলের- কি বললেন জানুন?
দ্বন্দ্ব ভুলে মোদীকে বিশেষ অনুরোধ খাড়গের- কী বললেন জানা দরকার আপনারও
বাইরে পাকিস্তান, আর ভেতরে লুকিয়ে থাকা ‘নেতৃত্বের মুখোশে’ কিছু মীরজাফর- আপনার ভাবনার বাইরে বড় দলকে নিশানা বিজেপি নেতার, কোন দলকে নিশানা করলেন বিজেপি নেতা?
হালাল কংগ্রেস নেতা গুলো আদৌ ভারতের তো? হালাল কংগ্রেস অর্থাৎ গাই বাছুর কংগ্রেস এরকমই- কংগ্রেসকে এযাবৎ চরমতম নিশানা

কানাডা-র নাগরিকত্ব নিতে চান অক্ষয়, কিন্তু কারণ কি ?

বলিউডে পয়লা সারির নায়কদের তালিকায় বরাবরই আসে অক্ষয় কুমারের নাম। কিন্তু মাসখানেক আগেও ভারত নয়, কানাডার নাগরিক ছিলেন অভিনেতা। কেন নিয়েছিলেন এই সিদ্ধান্ত ?

author-image
Adrita
New Update
fd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল তারকা তিনি। ব্যবসার নিরিখে তাঁর ঝুলিতে হিট ছবির সংখ্যাই বেশি। ভারতের নাগরিক তিনি, তবে ‘কানাডা কুমার’ নামেই বেশি পরিচিতি তাঁর। যদিও গত কয়েক মাস ধরে আর কানাডার কুমার নন তিনি, বরং তাঁর নতুন তকমা ‘ভারত কুমার’। গত অগস্ট মাসেই ভারতের পাসপোর্ট হাতে পেয়েছেন অক্ষয় কুমার। এত বছরের কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলিউডের ‘খিলাড়ি’। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অক্ষয় জানালেন, ‘আমি কানাডার সিটিজেনশিপ নিয়েছিলাম কারণ একসময় আমার সিনেমা চলছিল না। টানা ১৪-১৫টা ফ্লপ দেই। তখন আমার এক বন্ধু যে কানাডায় থাকত আমাকে বলে তুই এখানে আয়। আমরা কিছু ব্যবস্থা করব। আমিও ভেবে দেখলাম একটা মানুষকে তো কাজ করতেই হবে, তা সে যেখানে থেকে করুক। এরপর টরেন্টোতে গিয়ে থাকা শুরু করি, আর তখনই কানাডিয়ান পাসপোর্ট পাই।’

hiring.jpg

তিনি আরও বলেন,  ‘সেই সময় আবার আমার দুটো সিনেমা মুক্তির অপেক্ষায় ঝুলে ছিল। আর সেই দুটো রিলিজ হওয়ার পর হল সুপারহিট। তারপর আমি সেই বন্ধুকে জানাই, আমি ফিরে যাচ্ছি। এরপর একটার পর একটা কাজ করে গিয়েছি। কখনও ভাবিনি, মানুষ এটাকে ধরে রাখবে। কারণ এটা তো বাইরে যাওয়ার জন্য শুধুমাত্র একটা নথি। আমি দেশকে কর দিতাম, সর্বোচ্চ কর দিয়েছি আমি।’ 

ভারতীয় হিসাবে গর্বিত অক্ষয়, এ কথা পর্দায় ও ক্যামেরার সামনে একাধিক বার নিজমুখে স্বীকার করেছেন তিনি। দেশের প্রতি সেই আবেগ থেকেই নাকি ছবিও নির্বাচন করেন তিনি। এত দিনে দেশের পাসপোর্ট হাতে পেয়ে গর্বে বুক ফুলে ওঠে অক্ষয়ের। অভিনেতার কথায়, ‘‘আজকাল বিদেশের মাটিকে ভারতীয় পাসপোর্ট দেখালে যে সম্মান পাই, তাতে মাথা আরও উঁচু হয়ে যায়।’’ 

hiring 2.jpeg

অক্ষয় জানান ৯-১০ বছর তিনি কানাডা যাননি। যদিও সেখানে তাঁর খুব প্রিয় এক বন্ধু থাকে এবং খুব সুন্দর একটা জায়গা। কাকতালীয় ভাবে চলতি বছরের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিনই তিনি দেশের নাগরিকত্ব পান ফের একবার। অভিনেতা বলেন, ‘দেশভক্তি তোমার মাথায়, তোমার মনে। পাসপোর্টে কী লেখা আছে তা দিয়ে কী হয়। তোমার আত্মাকে ভারতীয় হতে হবে। হতেই তো পারে কেউ খাতায়-কলমে ভারতের নাগরিক কিন্তু সে মন থেকে ভারতীয় নয়।’