নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়ে গিয়েছে টাইগার ৩-এর অগ্রিম বুকিং। আর এখন থেকেই বক্স অফিসে রাজত্ব করছেন সলমন খান। যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলারটি ইতিমধ্যেই ১০ কোটি মূল্যের টিকিট বিক্রি করে ফেলেছে। ফিল্ম ট্রেড পোর্টাল স্যাকনিল্কের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ মঙ্গলবার সন্ধ্যায় পোস্ট করা হয়েছে যে, টাইগার ৩ -এর অগ্রিম বুকিংয় ১০ কোটি ছাড়িয়েছে। এখানেই শেষ নয়, টাইগার ৩ সিনেমা হলে চলবে ২৪x৭। এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বক্স অফিস। মধ্য প্রাচ্য ও আহমেদাবাদে নেওয়া হয়েছে এই উদ্যোগ। যা এই প্রথম হতে চলেছে কোনও সিনেমার ক্ষেত্রে।
১২ নভেম্বর আহমেদাবাদে রাত ২টোয় রাখা হচ্ছে টাইগার ৩-এর প্রথম শো। মানে ভোর হওয়া অবধিও আর অপেক্ষা করতে হবে না সলমন-প্রেমীদের। মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহ, যেমন মিরদিফ, দুবাইয়ের ভক্স সিনেমাস আবার সেদিন রাত ১২টা ০৫ থেকেই চালু করে দেবে সিনেমার শো। সৌদি আরবের নাখিল মল, রিয়াদ-এও রাত ২ টোয় থাকছে টাইগার ৩-এর প্রথম শো।
সিনেমার সঙ্গে জড়িত এক ব্যক্তি জানিয়েছেন, ‘আমরা বেশিরভাগ থিয়েটারে টাইগার ৩ দেখতে পারব ২৪x৭। সোমবার ১৩ নভেম্বর লক্ষ্মীপুজোর পরের দিন (দিওয়ালির সময় হওয়া লক্ষ্মীপুজো) থেকেই এই ব্যবস্থা করা হচ্ছে। ছবি ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তাতে দেশব্যপী ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আর সেটার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।’
আহমেদাবাদ হল ভারতের প্রথম শহর যেটি চব্বিশ ঘন্টা টাইগার ৩ দেখানো শুরু করেছে। মধ্যপ্রাচ্যের সিনেমাহলগুলিও রবিবার থেকে এটি করবে। এই অংশে দীপাবলি ছবি মুক্তির উপর প্রভাব ফেলতে পারবে না। YRF আগামী কয়েকদিনের মধ্যে টাইগার ৩-এর জন্য দেশ জুড়ে এই চাহিদার বৃদ্ধি দেখতে পারবে। লোকেরা ভালো সিনেমা দেখতে চায়। সলমনের সিনেমা এই বছরের অন্যতম মাইলস্টোন হতে চলেছে।’, আরও জানান ওই ব্যক্তি।
১২ নভেম্বর সিনেমা হলে আসছে টাইগার ৩। আরও একবার টাইগার আর জোয়ার যুগলবন্দী দেখবে দর্শক। এই ছবির আরেক বড় পাওনা হল অরিজিৎ সিং-এর গলায় দু দুটো গান। ডান্স নম্বর লেকে প্রভু কা নাম-এর পর রোম্যান্টিক গান ‘রুয়াঁ’-ও গেয়েছেন। দুটোই ভালোবাসা কুড়িয়েছে ভক্তমহলে। এই প্রথম দেখা যাবে সলমন খান আর অরিজিৎ সিং-এৎ যুগলবন্দি।