নিজস্ব সংবাদদাতা: আজ মুক্তি পায় প্রভাস, কৃতি শ্যানন ও সইফ আলি খান অভিনীত 'আদিপুরুষ' । শো শুরু হওয়ার পরেই দফায় দফায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবির বিভিন্ন ক্লিপিংস ও সংলাপ নিয়ে ট্রোল ও সমালোচনা। এই ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। কখনও এই ছবি যেমন চর্চায় এসেছে ভুল তথ্য পরিবেশনের অভিযোগে, কখনও আবার চর্চিত হয়েছে খারাপ ভিএফএক্সের কারণে। কিন্তু তারপরেও এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল না এমনটা বলা যায় না। ছবি মুক্তির আগেই বিক্রি হয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। তবে প্রথম দিনের শো দেখে হতাশ হয়েই ফিরতে হল অনুরাগীদের। ছবির গল্প থেকে শুরু কোটি কোটি টাকার ভিএফএক্স, মন ছুঁতে পারল না কিছুই। সোশ্য়াল মিডিয়ায় প্রথম দিনের শো দেখার পরেই চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে পড়ল ওম রাউতের এই ছবিটিকে ।
প্রেক্ষাগৃহে রাম ভক্তদের উচ্ছ্বাস দৃশ্যমান। প্রতিটি শোতে, ভগবান রামের পরম ভক্ত হনুমান জির জন্য একটি আসন খালি রাখা হচ্ছে। এর পাশাপাশি শো চলাকালীন জয় শ্রী রামের স্লোগানও শোনা যাচ্ছে। কিন্তু এসবের মাঝেই ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে একটি হিন্দু সংগঠন। হিন্দু সেনার পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে ছবিটির বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আবেদনকারী বলছেন, এই ছবির কারণে রামায়ণ, ভগবান শ্রীরাম ও দেশের সংস্কৃতিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। দিল্লি হাইকোর্টে পৌঁছে যাওয়া এই পিটিশনে ছবিটির বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছে সংগঠনটি। আবেদনে বলা হয়েছে যে ছবিটি 'রামায়ণ', ভগবান রাম এবং "আমাদের সংস্কৃতি" নিয়ে মজা করেছে। এছাড়াও এই পিটিশনে হিন্দু সেনার জাতীয় সভাপতি দিল্লি আদালতের কাছে 'আদিপুরুষ' ছবিতে রাবণ, ভগবান রাম, মাতা সীতা এবং হনুমান সম্পর্কিত কথিত আপত্তিকর দৃশ্য অপসারণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যে দৃশ্যগুলি রামায়ণে পাওয়া ধর্মীয় চরিত্রগুলির চিত্রের বিপরীত।
হিন্দিতে প্রভাস বা কৃতির সংলাপকে 'টাপোরি' বলে উল্লেখ করেছেন অনেকেই। এই ছবিতে যে কোটি কোটি টাকা খরচ করে স্পেশাল এফেক্টসের কাজ করা হয়েছে, প্রচারের সময় তা বারংবার তুলে ধরা হয়। সম্ভবত সেই কারণেই দর্শকদের মধ্যে এই ছবি ভিএফএক্সের বিষয়টি নিয়ে উচ্চাকাঙ্খা তৈরি হয়েছিল। তবে কার্যত জলে গেল সমস্ত প্রচার। যুদ্ধের দৃশ্য থেকে শুরু করে রাজপ্রাসাদ বা অন্যান্য স্পেশাল এফেক্টসও মোটেই মনে ধরল না দর্শকদের। অনেকে আবার এই ছবিকে তুলনা করে বসলেন রামানন্দ সাগরের রামায়ণের সঙ্গে।
তবে প্রশংসিত হয়েছে অভিনেতা অভিনেত্রীদের অভিনয়। 'আদিপুরুষ'-এ শ্রী রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং, মাতা সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। একইসঙ্গে রাবণের ভূমিকায় সইফ আলি খানকে জোরালো অভিনয় করতে দেখা যাচ্ছে। এছাড়াও ছবিতে 'হনুমান জি ' চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগে। তাঁরা নিজেদের নিজেদের জায়গায় চেষ্টা করেছেন নিজেদের সেরাটা দেওয়ার। প্রথমদিনে এই ছবি চূড়ান্ত সমালোচিত ও ট্রোলিং হওয়ার পরে বক্সঅফিসে কতটা ব্যবসা করতে পারবে সেই উত্তর দেবে সময়। ছবির পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা অবশ্য ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদীই।