নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ইয়ামি গৌতম জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। স্বামী গৌতম ধরের সঙ্গে সমাজমাধ্যমে এই খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। এরপর বলিপাড়ায় এন্ট্রি নিতে চলেছে আরও এক খুদে সদস্য। নিজের গর্ভবতী হবার সুসংবাদ ভাগ করে নিলেন অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেতা আলি জাফার জানিয়েছেন ১+১-এ ৩ হচ্ছেন তারা। দীর্ঘদিন প্রেম করার পর লকডাউনে তারা আইনি বিয়ে সেরে ফেলেছিলেন। গত বছর সারেন সামাজিক ভাবে বিয়ে। সম্প্রতি রিচা চাড্ডা জানিয়েছেন এই সুখবর।
![স্ব](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/post_attachments/3550eb857e2f7461bda506f5b8adcacf77304773b08d869c414c64274a131a04.jpeg)
![স](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/post_attachments/e258b030b316ec3af0d14594bf9276eead3b1967f91dc0bf39a7c6531ca38808.jpeg)
![স](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/post_attachments/e356b9ef5ecace1f14ae411bd0fbe7da80a471c209b2a9e96dce7141c7bdb105.jpeg)