BREAKING : জাতীয় নিরাপত্তার স্বার্থে পেগাসাস ব্যবহার করা অন্যায় নয় ! 'সুপ্রিম রায়ে' বড় স্বস্তি পেল কেন্দ্র
চাল চুরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! প্রতিবাদী মহিলাদের শ্লীলতাহানির হুমকি
"পাকিস্তানকে ইঙ্গিত দিচ্ছে যে এই সন্ত্রাসী হামলায় কংগ্রেস দল পাকিস্তানের পাশে"!
কংগ্রেসের 'গায়াব' পোস্ট প্রসঙ্গে বিজেপি নেতা গৌরব ভাটিয়া কি বললেন?
‘নিরাপত্তা ছিল না, তারপরও সন্দেহভাজন ব্যক্তিদের ছাড়া উচিত নয়’, কংগ্রেসের সুর মিলছে বিজেপির সাথে
তিরুপতি মন্দির পরিদর্শনে প্রাক্তন ক্রিকেটার
বিগ ব্রেকিং: বিহার নির্বাচন, ২০০ টিরও বেশি আসন মোদী-নীতিশ ঝুলিতে!
পাহেলগাম হামলায় নিহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর
কংগ্রেস সর্বদা বিজেপিকে সাহায্য করেছে! আঙুল তুললেন এই আপ নেতা

কত টাকায় হল পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদ! সামনেই কাঞ্চনের বিয়ে শ্রীময়ীর সঙ্গে!

অভিনেত্রী পিঙ্কির সঙ্গে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চনের বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। শোনা যাচ্ছে, ৬০ লক্ষ টাকা কাঞ্চন মল্লিককে খরপোষ দিতে হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেতা বা অভিনেত্রী কেউ মুখ খুলতে অস্বীকার করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
pinky and kanchan.jpg

নিজস্ব সংবাদদাতা: কয়েক বছর আগেই পিঙ্কির সঙ্গে কাঞ্চনের দাম্পত্য কলহ সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে। শেষ তিনবছর আইনিভাবে আলাদা থাকার পর কাঞ্চনের সঙ্গে পিঙ্কির ডিভোর্সের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। অভিনেতা তথা বিধায়ক নিজে মুখে সে কথা স্বীকার করেছেন।  এই বিচ্ছেদ যদিও শর্তহীন। টলিপাড়ায় গুঞ্জন রয়েছে, এই বিচ্ছেদে কাঞ্চনকে ৬০ লক্ষ টাকা খরপোষ দিতে হয়েছে। যদিও এই বিষয়ে পিঙ্কি বা কাঞ্চন কোনও মন্তব্য করেননি। তবে কি শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বিয়েটা ২০২৪ সালে হয়ে যাবে! অভিনেতা বলেছেন, সবে বিচ্ছেদ হয়েছে। একটু ধাতস্ত হতে সময় লাগবে। 

 tamacha4.jpeg